যেদিন মিশে যাওয়া সুর পাখিদের প্রলাপ
সারা বারান্দা জুড়ে পায়চারি
ভাবুক অনির্দিষ্টতা।
.
সারা শূন্যে ভেসে খালি আকাশের প্রহসন
নীল তুলি নির্বাসন,
এক সিংহাসন চ্যুত অধিকার সাম্রাজ্যের খোঁজ
ফিরে আসে বারংবার ভুলতে না পারা আমি
একাটুকু বাকি
বাকি নীতি পালন ।
.
পরে পাওয়া চোদ্দোআনা
উড়াইয়ে দেখো ছাই অনেক দূরে শুয়ে থাকা অভিযোগ,
শুয়ে থাকা স্ত্রেচারে শরীর,নারী, পুরুষ কি এসে যায়
প্রেস্ক্রীসান কথা বলে
বাঁচার তারিখ
তারপর তারিখ
মানুষের বাঁচাগুলো প্রাচীন জঙ্গলের পুরনোশ্লোক
লড়ো না হলে মরো।
.
প্রাচীন শ্লোক
... ঋষি
No comments:
Post a Comment