Monday, August 12, 2024

ন্যাংটা সভ্যতা

মাথার ভিতর ক্রমাগত ধস্তাধস্তি চলছে
কোনরকম সম্ভাষণ, প্রতিশ্রুতি ভালো লাগছে না
ভালো লাগছে না মানুষের গা ছাড়া হাওয়া,
মানা যাচ্ছে না কিছুতেই
মেরুদণ্ডটা কিছুতেই আর নুইতে চাইছে না
সাদা পাতার উপর টিপ টিপ রক্তছাপ
কেমন যেন আগুন জ্বলছে মাথায়। 
.
এই আর্তনাদের অর্থ খুঁজতে গেলে
সেই মেয়েটার সবুজ কাপড়ে ঢাকা স্টেটিথস্কোপ
ছিন্নভিন্ন উলঙ্গ শরীর, মুখ হা করা জন্ম মুখ
বুকের উপর ন্যাংটা ধ্বংসের দাগ মনে আসছে,
গা গোলাচ্ছে ভীষণ।
কোথায় যেন দেহ থেকে দেহ,
ব্লেডের কিনারা দিয়ে হাঁটতে থাকা নারী নিরাপত্তা
আজ যেন আঙুল তুলে দেখাচ্ছে
ন্যাংটা  অপারক সভ্যতা । 
.
আপনাদের লজ্জা করছে না ? 
বারবার, বারংবার সারা বাংলা তথা প্রতিটা রাজ্যে
নৃশংস নগ্নতা, 
কে উত্তর দেবে কেন? 
মাছের বাজারে আঁশের চাষ হবে
আর মানুষের বাচ্চাগুলো মেরুদণ্ড বিক্রি করে নিশ্চিন্তে ঘুমোবে
আর বারংবার ইচ্ছেমতো যাকে খুশি
কি মজা তাই না !!
কারোর মাথা, কারোর যোনি, কারোর স্তন কাটা যাবে
কাউকে থেঁতলে, মেরে তারা মজা পাবে
আর আমরা ভালো দুদু বাচ্চা, চুপ থাকবো ? 
.
সত্যিকে বিকৃত করে মিডিয়া মারফৎ পরিবেশন হবে
খবরের বদলে মুখরোচক গল্প হবে 
তখন আমরা বুদ্ধিজীবি শিক্ষিত সমাজ তেলের লাইন দাঁড়াবো
কলমের মাথা খেয়ে প্রতিভা চটকাবো
লজ্জা করে না আমাদের
সময় হলো এইবার
ময়দানে আসুন, সত্যির সামনে আসুন
মেরুদন্ড তো আছে নাকি
আর না
   আর একবারও না......... 

.
ন্যাংটা সভ্যতা
.. ঋষি 



.



No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...