ভালোবাসার সন্ত্রাসে মৃত যে মানুষ
তাকে আর মারবে কে?
তাকে আর ধরবেই বা কে?
এ তো বাংলাদেশ নয়
বর্ডার সিল করলেই সম্পর্ক ফুরিয়ে যাবে।
.
ইদানীং মনে হয় বড়ো তাড়াতাড়ি জীবন ফুরিয়ে গেল প্রথমে তো বুঝতেই পারি নি
যখন বুঝতে পেরেছি তখন বুঝেছি
হাতের মুঠোয় যতই সময়ের বালিকে আঁকড়ে রাখো
গড়িয়েই যায়,,,,,।
আমরা তাড়াহুড়ো করি কিংবা টেকেন ফর গ্রান্টেড
তারপর সময় ফুরোয়
পেইকিলার দরকার হয় প্রতি রাতে
শুধু ভুলে যাই পেইনকিলার সব ব্যথার উপশম নয়।
.
আমাদের স্মৃতিতে একটা আদরের কোণা লেগে থাকে আজন্মকাল,
অকথিত এজ ভালোবাসা ঠোঁট লেগে থাকে
আমরা জন্মদাগ ভেবে যাকে বুকের গোপনে রাখতে যাই
দেখি দাগ দিয়ে যাবার ক্ষমতাহীন সে মানুষ কত ক্ষুদ্র! তার ক্ষুদ্রতায় চোখ জলে ভরে আসে
জলের ধর্ম গড়িয়ে পড়া
আর সে গড়িয়ে পড়ায় বড়ো সোঁদা গন্ধ লেগে থাকে।
.
এখন আর তেমন করে কিছুই চাওয়া হয় না
যা যা চেয়েছিলাম তার সিংহভাগ হারিয়ে গেছে,
আসলে হৃদয়ের স্পর্শে কেউ কেউ থেকেই যায়
আবার কেউ স্পর্শ তুলে নিয়ে যেতে চায়
কি বোকা বলো তো মানুষ ?
তুমি বলো এ জীবনে কেউই আমরা অপরিহার্য নই
যাওয়া আসা লেগেই থাকে
কিন্তু হৃদয় যে একবার ভাঙে এমন তো নয়
ভাঙে বারংবার,
হয়তো প্রতিমুহূর্তে ভাঙে।
.
সময়ে দাঁড়িয়ে বুঝেছি
পায়ের তলায় মাটি
মাটির গভীরতা,
এই ভাঙা গড়ার টানাপোড়েনের নাম জীবন
আমরা তো গন্তব্যহীন সকলেই আগামীতে বিশ্বাসী।
.
টানাপোড়েন
.. ঋষি
No comments:
Post a Comment