গৃহপালিত আমার মত লোকের তালা ভেঙে
একটা দূরপাল্লা রাস্তায় হাঁটতে শেখায়।
.
সেদিনও বিপ্লব এসেছিল
মহাভারতের ভীষ্মের সভাঘরে দ্রোপদীর শাড়িতে
দূরদর্শনের হাই টি আর পি রেটে।
.
সেদিনও বিপ্লব এসেছিল
ক্যামিকাল এক্সপেরিমেন্টে দেশসুদ্ধ ঘরবন্ধী খবরের
অনেকে বড়লোক হয়েছিল অধিকাংশ না খেয়ে মরেছিল।
.
সেদিনও বিপ্লব এসেছিল
দেশের সীমানা থেকে ফেরা জওয়ানের বডিটে
সুরক্ষিত ভারতবর্ষ কেঁদেছিল কিন্তু পরে ভুলেছিল।
.
সেদিনও বিপ্লব এসেছিল
জয়জয়কার ভোটবাক্সে জনতার সাথে
মানুষ স্বপ্ন দেখেছিল কিন্তু ঘুমিয়েও পরেছিল।
.
সেদিনও বিপ্লব এসেছিল
সারা গ্রামে উলঙ্গ ডাইনি মহিলার গ্রাম ছাড়াতে
মানুষ বেঁচেছিল কিন্তু ডাইনিটা মরে নি।
.
সেদিনও বিপ্লব এসেছিল
কাজিরাঙ্গা ফরেস্টে চোরা শিকারীদের বুলেটে মৃত বাঘেদের সংখ্যাতে
বাঘগুলো মরেছিল ঠিক কিন্তু আর জন্মায় নি।
.
সেদিনও বিপ্লব এসেছিল
বন্দুকের সামনে দাঁড়িয়ে ইনকলাব বলাতে
আজ ইতিহাস আছে কিন্তু ইনকিলাব নেই।
.
সেদিনও বিপ্লব এসেছিল
ফটোসিন্থেসিস ভুলে ইন্ডাস্ট্রিয়াল দেশ বানাতে
আজ গাছ আর চাকরী কোনটাই নেই।
.
আসলে সত্যিটা হলো
বিপ্লব বলে ভদ্রলোক মিথ্যের সাথে থাকেন না
মানুষের সাথে জাগেন আবার ঘুমোন।
.
সেদিন বিপ্লব এসেছিল
.. ঋষি
No comments:
Post a Comment