Tuesday, August 27, 2024

অসুখ

     ভালোবাসি তাই এই যুদ্ধটা আমি লড়ছি
        অথচ তিলোত্তমা তুমি ভুল বুঝলে
      লাঠি চার্জ করলে,জল কামান দাগলে
প্রশাসনের চোখে চিরকাল কালো রুমাল বাঁধা ছিল
       নতুন কি? 
        শুধু কান্নাটা আমাদের দুজনার রইলো।    
.
  তোমার উপহার দেওয়া রুমাল আমার পকেটে
   আমি তো বারংবার সেই রুমালে চোখ মুছেছি
      তোমাকে ভেবেছি, তোমার জন্য বেঁচেছি,
    আজও লড়ছি মশাল হাতে , কালও লড়বো
             তোমার সুস্থতাই আসল লক্ষ্য। 
.
   তিলোত্তমা সত্যিটা হলো আমরা দুজনেই অসুস্থ
      আমদের ভুল বোঝাটাই আসল অসুখ,
       এই শহরটাই আমাদের একটাই পরিচয়             একটাই হাসপাতালে আমরা সকলেই রোগী,
        এখানে ডাক্তার আছে, চিকিৎসা আছে
.
                            তবুও,
.
       চুমু খেতে চেয়ে যেই না ঠোঁট বাড়িয়েছি
       তারা আমাদের জিভ কেটে নিয়ে গেছে। 
.
অসুখ
... ঋষি 
.

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...