Saturday, August 10, 2024

আর কোন ধর্ষন নয়

আমরা পিছনে ফিরে তাকাবো না
কারণ আমরা ওর কেউ নই,
আমরা সামনের দিকে তাকাবো না
কারণ আমাদের পরিবার বিপদে পড়বে
আমরা নিচে,উপরে কোনদিকেই তাই তাকাবো না
বরং চোখ বন্ধ রাখবো 
তাতেই মঙ্গল। 
.
আমরা ফেমিনিস্ট  নই
আমরা কোন জঙ্গি বা মাওবাদী কিছুই নই 
আমাদের পিস্তল নেই তবে আইন আছে
আমরা দেখতে পাই না তবে চোখ আছে
আমরা খবর শুনি, দু:খ প্রকাশ করি
আমরা শান্তি চাই, অটোর লাইনে দাঁড়াই
আমরা জনসভায় উপস্থিত থাকি,ভোট দি
কিন্তু প্রশ্ন করি না কেন? 
কেন বারংবার? 
.
পুরুষের ভোগে ব্রথেল আছে
কমবেশি সকলের অধিকার কিংবা বিয়ের সার্টিফিকেট আছে
প্রত্যেকের বাড়িতে খাট,গদি, চাদর,বালিশ সব আছে
প্রত্যেকেরি তো কম বেশি একটা শরীর আছে
তবে কেন? 
তবে কেন বারংবার এই নারীদের সম্মানে হানা? 
তবে কেন বারংবার ক্ষতবিক্ষত,রক্তাক্ত যোনি?
বাংলা বিহার উত্তরপ্রদেশ কোথাও বাদ যায় না
পাঁচ থেকে পচারত্তর কেউ বাদ যায় না
শরীর শুধু শরীর, মাংস শুধু মাংস
বিংশ শতাব্দী পার করেও আমরা এখনো বদলায়নি
এখনো তো আমরা সবাই মানুষ হতে পারি নি। 
.
হ্যা মশাই আপনাকে বলছি
আজ আরজিকর কাল হয়তো আমি, পরশু আপনি
আপনা মেয়ে এখন কি করছে ? পড়তে বসেছে,
আপনার স্ত্রী এখন কি করছেন? রান্না করছেন
আর আপনার মা ? আচ্ছা গীতা পড়ছেন। 
ভাবুন আরেকটু ভাবুন, যদি আপনার ? 
কি ভয় করছে ? 
মশাই এখনো সময় আছে, আপনারও........ 
.
আর কাহাতক একই খবর বারংবার আর কতদিন? 
একই জনরোষ কিছুক্ষণ শুধু এইটুকুই
খবর, মিডিয়া,বেচাকেনা, টি আর পি কিছুদিন
মোমবাতি মিছিল,শোক জ্ঞাপন আর বিজ্ঞাপন 
কিছুই যায় আসে না,আমরা শুধু ভুলে যাই
কারণ আমরা ওদের কেউ না, 
কিন্তু যার যায় তার যায়
আর আমরা, 
আবার কোন ধর্ষনের খবরের অপেক্ষায়।
অনেক তো হলো, এইবার উঠুন, জাগুন
যে নারীকে আমরা দেবীর মর্যাদা দি, প্রণাম করি
উচ্চারণ করি 
   " যা দেবীসর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। 
     নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥"
  তাকে এইবার স্বআসনে অধিষ্ঠিত করার  সময় হলো
          সময় হলো রুখে দাঁড়িয়ে বলার  
                      একটাই  শাস্তি........
                       কেটে নেবো। 
.
আর কোন ধর্ষন নয়
..ঋষি 

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...