Saturday, August 24, 2024

আওয়াজ

   আমি রাজধানী থেকে বলছি,আমি আসাম থেকে
           আমি নেপাল থেকে, আমি হরিয়ানা
   আমাদের কোন জাত নেই,বিভেদ নেই, ধর্ম নেই
   আমাদের কোন রঙ নেই, ধর্মগ্রন্থ নেই,শ্রেনী নেই,
          আমাদের শুধু একটাই পতাকা তিরঙ্গা
            আমাদের শুধু একটাই স্তম্ভ অশোক
                         আমরা খুব সাধারণ 
              আমরা ভারতবর্ষ,আমরা জনগন।
.
                        সব ঠিক হয়ে আছে
যতক্ষণ তুমি ভিক্ষাবৃত্তিতে কুড়িয়ে নেবে উচ্ছিষ্ট জীবন 
                                অন্যথায়,
 প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে
 এই আলো, এই অবয়ব, এই উপস্থিতি,এই সরগম
        সব ওনাদের দান, ওনারাই বুদ্ধিমান, রাজা
              আমরা বোকা,আমরা কেউ না। 
                      ওনারা মনে করেন 
         এ সব শুধু কিছুক্ষন, এ সব শুধুই ততক্ষন
                 তাহাদের চিরকাল অপেক্ষা 
           জনগনের আওয়াজ ফুরিয়ে যাওয়ার। 
.
                   কিন্তু রাজা,
 রোদ ঝড় আর সাঁতার কাটার একটাই নিয়ম
                  "   রুখে দাঁড়ানো   "।
       অপরাধ  একবার নরম মাটিতে বিড়াল
   অপরাধ বারবার, বারংবার এইবার জনগনের নখ,
জনগন মায়ায় থাকে, ছায়ায় থাকে, বোকা সেজে থাকে
                ইতিহাস সাক্ষী ততক্ষন 
      যতক্ষন বিড়ালের দেওয়ালে পিঠ না ঠেকে
                      আর ঠেকলেই
            জ্যোৎস্না মিছিলে বারুদের ঘ্রাণ। 
.
         এইবার জনগন বলছে,বলছে গনতন্ত্র
                   জনতার আওয়াজ
কি হলো রাজা ? এইবার জবাব চাই,জবাব দেও........। 
.
আওয়াজ 
.. ঋষি 

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...