Monday, August 5, 2024

বন্দে মা তরম

একটা ১৫ই আগস্ট লিখতে লিখতে আবার একটা
এখানে সবুজ আছে, গেরুয়া আছে 
অতি অবশ্য ফ্যাকাসে আছে,
ভাইয়ে ভাইয়ে বিভেদ আছে, মিথ্যা স্লোগান আছে
রেশনের লাইন আছে, ফেসিয়াল ক্রিম আছে
থানায় দারোগা আছে,খাতায় জালিয়াতি কেস আছে
বৃষ্টিতে জমা জল আছে,রাস্তায় জ্যাম আছে
শুধু আছে মিথ্যা হাজারো দেখানো স্বপ্ন,সত্যি নেই। 
.
আর আছে এ সবের মাথায় একটা স্তম্ভ
অশোক বলে ছেলেটা এখন ট্যাক্সি ড্রাইভার
সকালদুপুর খয়ের দিয়ে পান চিবিয়ে থুথু ছেটায়,
কার মুখে পরে, কার বুকে পরে,কার দু:খ
শুধু ভারতবর্ষ মুখ মুছতে থাকে, মুখ লোকায়।
গনতন্ত্র আজ এক জনগনের দিকে তাক করা বন্দুকের নল 
আর বারুদের উপর লাগানো বিজ্ঞাপনি তিরংগা
যেন শহীদের পাপ " কাদের হাতে ভারতবর্ষ "। 
.
আমি বলি নি এসব 
কে যেন ,কখন যেন আগুন লাগিয়েছে আমার বাড়িতে
প্রতিবেশীরা ছিল, প্রতিবাদ ছিল
কিন্তু অন্ধকারে কেউ জাগে নি,ঘুম ভাঙে নি
শুধু সয়ে গেছে
শুধু বয়ে গেছে
কদম কদম বরাহে জা, খুশিকে গীত গায়ে.... 
দেখুন গাইছি তো 
এই পোড়া শরীরে " ভারত হামকো জানসে পেয়ারা হ্যা।"
.
উফ খুব জ্বালা করছে
আজ ১৫ ই আগস্ট আমি পোড়া শরীরে মুখপোড়া বাঁদর
তাই তো মিথ্যে বলি
এ দেশে খিদে নেই কারণ পেট ভর্তি
এ দেশ শিক্ষিত  কারণ আমরা সবজান্তা
এ দেশ স্বাস্থ্যবান কারণ আমরা সকলেই সরকার
এ দেশে মিথ্যা নেই কারণ সবটাই ভাওতা
এ দেশে চাকরী নেই কারণ ভিক্ষাই চাকরী।
.
প্লিজ ভুল বুঝবেন না
আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক 
তাই ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ করছি
মাথা নীচু করে বাঁচবো,মুখ বন্ধ করে শুধু ভিক্ষায়। 
আর আমার আগামী প্রজন্মকে শেখাবো, মিথ্যে বলো
হ্যা হ্যা মিথ্যে বলো সত্যি করে
বন্দে মা তরম, 
বিশ্বাস করুন কোন বিপ্লব  নয়, নয় প্রতিবাদ
শুধু ভোট দেওয়ায় আমাদের ভবিষ্যত। 
.
সুতরাং ভালো থাকুন বা না থাকুন
কিন্তু ভুলে থাকুন,
নিয়ন করে ভোট দিন, সরকার গড়ুন, স্লোগান শুনুন 
কিন্তু মুখ খুলবেন না,
জাতীয় পতাকা হাতে ভারতবর্ষের মানচিত্রে বিজ্ঞাপন জরুরী
যাই হোক ভাই আজ মাল খাবো, ডিজে নাচবো
আজ স্বাধীনতা আগামী দিনের পরাধীনতাকে ভোলবার সুযোগ
তাই
চলুন নাচি বাঁদর নাচ,নাচুন....... 
.
এ এক অন্য স্বাধীনতা 
.. ঋষি 




No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...