Thursday, August 22, 2024

বৃষ্টি ছায়া

বাইরে তুমুল বৃষ্টি, ঝড়ো হাওয়া
ভিজে চলা ঝুটঝামেলায় এক হাঁটু জলে দাঁড়িয়ে সময়
ইদানীং হাওয়াতেও আইন আছে
তাই তোমার চঞ্চল চাহুনি বৃষ্টি ছায়া খোঁজে,
ভিজে চলা সময়ের সফরে প্রতিবাদ একলা
অচেনা নাম্বারের একঘেয়ে রিংটোন ছুঁইমুই বাতিক
রাষ্ট্রের ঘুম ভাঙে না
শুধু চোখে দেখা বৃষ্টিতে গড়িয়ে নামছে তোমার স্বপ্ন নাভি।
.
অসফল মুহুর্তের প্রান্ত সীমানায় তুমি দাঁড়িয়ে
তোমার ক্লান্ত চোখে ইদানীং আমি ভয় দেখি
বৃষ্টির জল আমি ছড়িয়ে পরতে দেখি তোমার মুহুর্ততে, 
সমাজের অন্দরমহলে আজকাল পুরনো রেইনকোট
না বৃষ্টি মানছে না আর, বদল চাই, 
ভৌগোলিক দূরত্ব ব্যাপি ভুল সুরে বাঁধা আমার দেশে
পুরনো গীতারের স্ট্রিং জুড়ে আজ একই সুর
জবাব চাই, স্বভাব চাই.নিরাপত্তা চাই
চাই সন্মান। 
.
এক আগস্টের ১৪ তারিখ 
এক ইতিহাসে শাঁখ বাজিয়ে  তোমার জেগে ওঠা সময়ের রেডিয়েশনের আজ শুধু অপেক্ষা,
ভরসা ছিল, ভরসা আছে
তাই বৃষ্টিতে ভিজা তোমার হাত ধরে হাঁটা হে তিলোত্তমা। 
তোমার শরীর জুড়ে গড়িয়ে নামা বৃষ্টির জল
সময়ের প্রতিবাদ
আর তোমাকে একলা  ভিজতে হবে না
আমি আছি, আমরা আছি
একসাথে
এই প্রতিবাদ, এই বৃষ্টিদিন আসলে আগামীর জন্ম
আর কোন ভয় নয়, নয় লজ্জা 
আজ শুধু বৃষ্টির নিরিখে ভিজে চোখে তারিখ লেখা বাকি। 
.
বৃষ্টি ছায়া
.. ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...