Monday, August 19, 2024

ইনকিলাব জিন্দাবাদ

মেয়ে তোকে বলতে নেই ভালো নেই
মেয়ে তোকে বলতে নেই খিদে পেয়েছে,ঘুম পেয়েছে
মেয়ে তোকে আবদার করতে নেই,
মেয়ে তোকে বলতে নেই আদর পাচ্ছে,কষ্ট হচ্ছে
মেয়ে তোকে পরপুরুষের দিকে তাকাতে নেই
মেয়ে তোকে দৌড়তে নেই,উঁচু গলায় কথা বলতে নেই
মেতে তোকে রাত করে বাড়ি ফিরতে নেই। 
.
মেয়ে তোকে শরীর ঢেকে রাখতে হয়, ঘোমটা দিতে হয় 
মেয়ে তোকে জন্ম দিতে হয় কিন্তু জন্মাতে নেই
মেয়ে তোকে স্বামীর কথা শুনতে হয়, মার খেতে হয়
মেয়ে তোকে কাপড় খুলতে হয় কিন্তু ইচ্ছে করছে না বলতে নেই
মেয়ে তোকে রান্না করতে হয়,সন্তান বড় করতে হয়
মেয়ে তোকে পরিবারকে যত্নে রাখতে হয় কিন্তু শরীর খারাপ বলতে নেই
মেয়ে তোকে বারংবার মরতেই হয়, বাঁচার কোন সুযোগ নেই। 
.
কি মশাই ঠিক তো ? 
কেন বলছি এমন বুঝতে পারছেন না, 
উত্তরের লাঠিটা সামনে রেখে,সামনের লাঠিটা পিছনে গুঁজে
আর কত দিন ? 
সময় কি সত্যি শুনতে চায় সত্যিগুলো? 
সময় কি সত্যি বুঝতে পারে মিথ্যেগুলো? 
সময় কি সত্যি বোঝে পৌরুষের মানে? 
রাজদন্ড, পুরুষের দন্ড, মেরুদণ্ড সব একএকখানা মিথ
আজ এতদিন ধরে এই গোলকের ভুগোল বদলালো
বদলালো সীমারেখা মানচিত্র
কিন্তু ইতিহাস ? 
.
"যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। 
অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥
পরিত্রাণায় হি সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥"

সত্যি কি মানে আছে এই শ্লোকের? 
কি মানে মানবিকতার ? অহিংসার ? গনতন্ত্রের? 
প্রমাণ কই? 
লোপাট সব। 
আগুন দরকার, দরকার জেগে ওঠার, না ঘুমোবার
একটা বিপ্লব যুগ বদলাতে পারে
কিন্তু খুব প্র‍য়োজন একসাথে চিৎকার করে বলার
             " ইনকিলাব জিন্দাবাদ "।
.
ইনকিলাব জিন্দাবাদ 
.. ঋষি 


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...