চন্দন ধুপে সাজানো শ্মশানে সোহাগের গন্ধে মিশে
মিশে ভালোবাসা,আক্রোশ আর পুরুষকে সন্দেহে
ভালোবাসা যখন অঘোরা তান্ত্রিক
প্রেমিকা তখন বিছানা পেরিয়ে দরজা খুলে দাঁড়ায়।
সময়ের সম্পাদকীয় কলমে যখন ছড়িয়ে পড়ে জঞ্জাল
আকাশ তখন বাড়ি ছঁতে চায়
তখন সম্পর্করা স্পর্ধা ছাড়িয়ে নরমাংস ভোগী
স্পর্শরা ছুঁতে চায় ভালোবাসার মৃতদেহের রক্ত।
.
এতদিন যতটুকু গোছানো ছিল এই শহরে
যতটুকু মাছ দিয়ে ঢাকা ছিল প্রেমিকের পাতে
আজ সব লন্ডভন্ড,
অভ্যেস বদলানো যায়,মানুষেরা পোশাক বদলায়
কিন্তু সময় সাময়িকী খবর
সমস্ত নিষেধাজ্ঞা, সংবিধানের ঘরদোর আজ লন্ডভন্ড
ভালোবাসা আজ জবাব চায়
শরীর নয় ঈশ্বরের কাছে অকৃতজ্ঞ নির্ভরশীলতা।
.
সময় হয়তো জানে
মানে কই ?
ঋতুকাল কেটে গেলে ভালোবাসা কিংবা নারী
প্রেমিকের খোঁজ রাখে না
সাথে থাকে,
কিন্তু ছিঁড়ে ফেলে নিজের ভালো থাকার বিজ্ঞাপন।
বলা আর না বলা যুদ্ধটা তাই আজ
জমান ক্ষোভে ফুটছে প্রতিটা গৃহস্থের হাঁড়িতে
তাই পুরুষ প্রেমিকের পাতে আজ আক্রোশ আর ঘৃণা,
ভালোবাসা শরীর নয়, মানবিকতা খুঁজছে
খঁজছে প্রশ্ন অন্ধকারে
.
ভালোবাসা তুমি কখনও ফুলশয্যা বিক্রি করেছো ?
.
অঘোরা
... ঋষি
No comments:
Post a Comment