Sunday, August 11, 2024

মন কেমনের কবিতা

এ দুনিয়ায় ফাঁকা বলে কিছু হয় না
শাড়ির আঁচল সরে গেলে কিছু থাকে না, এমন না
কত আসাযাওয়া, কত কোলাহল
টেলিফোনিক বার্তাবিনিময়,বন্ধু,প্রেম আর সময়, 
এই শহর জানে ফুরোতে নেই
তাই এই শহরে ফুল ফোটে আবারও মানুষ বদলায়। 
আসলে গলার  কাছে আটকে থাকে কিছু ,বলতে নেই
সময়ের হাতে হিতউপদেশ, কষ্ট পেতে নেই । 
.
আমাদের ভালো থাকা জুড়ে তারা খসে পড়ে বারবার
চারপাশে কারা যেন দরজা খুলে দাঁড়ায়
হাতছানি দেয়,
পাতা জুড়ে তৈরি আমাদের বোবা সাঁকো কাঁপতে থাকে
ভাঙতে থাকে বারংবার বুকের ভিতর দূরত্ব। 
আমি পাহাড় থেকে গড়িয়ে নামি 
হঠাৎ চমকে তোমার মুখের দিকে দু'দন্ড তাকাই
চেনা মেঘ অচেনা তখন জংলী পাহাড়ী বৃষ্টিতে।
.
ঘুম আসে না ইদানীং 
কারা যেন আবারও ফিরছে ভেবে শ্বাস আটকায়
তোমার চিবুকের কোণায় একবিন্দু খুশি
সময়ের অগোছালো ভাবনা
রাখা থাকে,
ফাঁকা থাকে তোমার বন্ধ দরজার এপাশে 
এক চিলতে কাঞ্চনজঙ্ঘা 
এক মন কেমনের কবিতা।
,.
মন কেমনের কবিতা
... ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...