Monday, August 19, 2024

ভালোবাসি তোমায় তাই জবাব চাই

বিশ্বাস আর নি:শ্বাসে তুমি থেকে যাবে
ভালোবাসা পুড়ে গেলে সময়ের ঘরে ছাই
আর জীবিততে
একটা জীবন শুধুই তোমাতে বাঁচতে চাই। 
কথামালা, স্মৃতিঘর, উপসংংহারে চিতা
অল আর কমন ফ্যাক্টর 
শুধুমাত্র ভুমিকায় লেখা জীবন, শুধু একটাই উত্তর
ভালোবাসি,তাই বাঁচতে চাই। 
.
ভালোবাসি একটা গাছ, ভালোবাসি ছায়া
ভালোবাসি শ্রাবণের মেঘ, ভালোবাসি রৌদ্র
ভালোবাসি উড়তে থাকা মুহুর্তে, কফিকাপে সময়
ভালোবাসি রবিঠাকুর, ভালোবাসি সত্যজিত
ভালোবাসি অবনীন্দ্রনাথ, গনেশ পাইন,ভালোবাসি শহর
ভালোবাসি তোমার উড়তে থাকা আঁচল 
কাজল টানা চোখ 
ভালোবাসি তোমায়,তাই বাঁচতে চাই। 
.
লাশ হয়ে ভাসতে থাকা পুরনো খালে অন্ধকার অতীত
আর জি কর বেডে শুয়ে থাকা মৃত তরুনীর শরীর
যাদবপুরের খুন হওয়া সেই নিথর তরুনের বডি
সময়ের চিৎকার,অবহেলা, অগ্রাহ্যতা
সব ভুলতে চাই,
হেমলক ঢালা বিমূর্ত সম্পর্কের ছাইদানি, উপছানো ছাই
ধোঁয়া দিয়ে গড়া নিয়মের কাঠগড়া
অন্ধমারে ডিমলাইট
     ভুলতে চাই।
.
পুরনো ডাকহরকরা,টিংটিং  সাইকেল
ইথার তরঙ্গে অনবরত তুমি কবিতা,সকাল- সাঁঝ-বিকেল
বোধনের আগেই নীলকণ্ঠ পাখির ঠোঁটে সময়ে বিষ
উপছানো পান পাত্রে নেশা,
বয়সের মাঝরাস্তায় চিৎকার করে বলতে চাই
ভালোবাসি তোমায়
তাই জবাব চাই
আমিও বাঁচতে চাই। 
.
জবাব চাই
... ঋষি 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...