Friday, November 2, 2018

বিষাক্ত প্রেম

বিষাক্ত প্রেম
.............. ঋষি
=========================================
আজও এই অবেলায় তোমায় ছুঁলে
পুড়ে যায় ভিতরটা।
সিগারেটের প্রতি টানে বুকের আস্তানায় ধুঁয়ো শরীর
নেমে আসে কেমন একটা ফুরিয়ে যাওয়া।
বেশ লাগে চলন্তিকা
আমার শহর জুড়ে হেঁটে চলা অভিশাপটুকু।
.
অনাবিল আনন্দের রেশ
ফুরোনো বিকেল রোজকার মতো একটা ক্লান্ত দিন।
কিন্তু কি জানো চলন্তিকা
আমার শরীর পেরিয়ে ভালোবাসার লোভ
এই শহরে ব্রাত্য।
ব্রাত্য শহরের পতিতালয়ে প্রেম শব্দ
নিরিবিলি পিষে ফেল শরীর ,শরীরের চাপে।
বুঝতে পারি না চলন্তিকা প্রেম শব্দের মানে
আজকাল এই শহরে অনলাইন রিলেশান,হাম্পি ,ঝাম্পি
আর তারপর সব শেষ।
ঠিক এইভাবে ,একটার পর একটা ,তারপর একটা
বুঝতে পারি না আজকাল সময়ের প্রেম কি চায়।
বুঝতে পারি না প্রেম শব্দটার গভীর মানে
কেন এই রকম।
.
আজও এই অবেলায় তোমায় ছুঁলে
শুদ্ধ আমার হৃদয়।
সিগারেটের টান ,নেশার চোখ ,গভীরে একটা দাগ
বিষাক্ত সময়ের প্রেম।
বেশ লাগে চলন্তিকা
ভাবতে আমিও সময়ের মতো শরীর বদলাচ্ছি প্রেমে।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...