Friday, November 30, 2018

পালকেরা


পালকেরা
....... ঋষি
=======================================

পালক ভেসে যায়
শহরের বুক জুড়ে ঝরতে থাকে পাখির পালকেরা।
নরম আবদারে পাখির বুকে গোলাপি ঢেউ
ঢেউ ভাঙে। ..
আসলে এখনো সময় পার করতে শেখে নি পাখিরা  ......

পাখির খাঁচা
জানলা দিয়ে খুব দূরে দেখা সামাজিক বৈধতা।
ভেঙে যায় শহরের নোলক সামাজিক আদবকায়দায়
তারপর বিছানা ,বালিশে বাসি সিঁদুর।
আসলে পাখিরা এখনো খাঁচা ভাঙতে শেখে নি  .....

নরম শরীর
গোলাপি আদরগুলো অন্ধকারে মূল্য ধার্য করে।
গুলিয়ে ওঠে পিতৃত্ব প্রাগৈতিহাসিক সম্বল
পুরুষতান্ত্রিক দুর্গ।
পাখিরা এখনো সভ্যতা ভাঙতে শেখে নি ......

পালকে স্বপ্ন
আকাশ থেকে ঝরতে থাকে শতাব্দীর পাখিদের ঢেউ।
দূরে কোথাও ,দূরে স্বপ্ন বন্দি  ঘর
বাঘ .বন্দি শহরের চারদেয়ালে দমবন্ধ কালি।
আসলে পাখিরা স্বাভাবিক রীতি নির্ভর  ........

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...