Sunday, November 11, 2018

শেষ Kotha

শেষ Kotha
... ঋষি
=====================================
এটা কি টু ফোর ফোর। ...

বেলা বোস শুনতে পাচ্ছে কই ?

এক ভদ্রমহিলা অনবরত বলে চলেন

ইস রাস্তেকে সভি লাইনে অভি ব্যাস্ত হ্যা...

আর সেই প্রেমিক শুধু অপেক্ষায়।

.

শুরু থেকে  বিকেল ফুরিয়ে চলা

বেলা বোস নিজের রাস্তায় অনেকটা পথ।

চোখের কাজলে সেই কলকাতা আঁকা

আঁকা পথে চুরি হয়ে যাওয়া সময়ের ভিড়।

কি বেলা বোস

কি খুঁজছো ? সময় ? দূরত্ব ? দুর্বলতা ?

অনবরত ক্ষরণ থেকে বেরিয়ে আসে সময়ের কলঙ্ক

দিন এমনি কেটে যায় প্রতিদিনে।

নিয়মিত অফিসের গেট ,ফ্রেন্ড গ্যাদারিং ,দুচার পেগ কথা

বেশ না বেলা বোস

এইভাবে ক্রমশ দূরে সরতে থাকা।

.

চেয়ার বদল ,বালিশ বদল ,বদল সভ্যতার আলোতে

ক্রমশ পুরোনো অঞ্জন আজও গিটার হাতে

পুরোনো গিটার।

আজ অপেক্ষায় খোঁজে গলার স্বর

বেলা বোস তুমি শুনতে পারছো কি ?

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...