Monday, November 12, 2018

স্পর্শ

স্পর্শ
............. ঋষি
===============================================
ফেরা হয় কি ?
স্নান ফেরি করার পর  সহবাস বলতে চুঁয়ে নামা স্পর্শ।
অবধারিত ঈশ্বরের প্রচেষ্টা
দুই পৃথিবীর বেঁচে থাকাটা শুধু আলাপন।
বর্ণহীন শব্দের গায়ে একটা একটা সুতো শুধু
আমার ব- দ্বীপে সুখের ঘুম সে যে স্বপ্নঘোর।
.
মৃত্যু !
এক দিক্চক্রবালে  অলিখিত নির্বাসিত প্রেম।
তোমার স্তনের উচ্চতায় নিরিবিলি পথ চলা
ক্রমশ জলাশয় থেকে উঠে আসা নির্ভরশীলতা।

ফাঁকা!
অতৃপ্তি আগুন  হলে মানুষের প্রেম  সঙ্গম  হয়ে যায়।
ক্ষুধার্ত আগ্রাসনে উঠে  আসে  বিষাক্ত জানোয়ার
কাদামাখা মোহনার বুকে অসংখ্য লুকোনো সংসার।
.
আমি!
শুধু অস্তিত্বহীন  ছুঁয়ে চলা।
পাশ ফিরে ছোঁয়া ঈশ্বর আজ কালা ,বোবা
অথচ সময়ের ময়লা মেখেও  তুমি ছোঁয়াচে।
.
ফেরা হয় কি ?
বাথরুমের শাওয়ারের জল গড়িয়ে নামা চঞ্চলতা।
সম্পর্ক নয় ,শব জুড়ে শুধু লুকোনো  আশ্রয়
তোমার জন্য আড়ালটুকু নির্ভীক বুকে সহমরণ।
ধোঁয়াটে শব্দের প্রতিফলন সময়ের বুকে
ফিরতে চাওয়াটা স্পর্ধা আর বাঁচাতে ইচ্ছা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...