Saturday, November 24, 2018

আংটি

আংটি
............. ঋষি
============================================
বৃথাই প্রশ্ন করেছি বারংবার
নিজের ভিতের ভিতর বসে থাকা জুবুথুবু বৃদ্ধ।
জন্মের হদিস জানতে গিয়ে
কখন যেন উঠে এসেছে উন্মাদ কোনো জীবনের ইতিহাস।
উঠে এসেছে প্রশ্ন
তোমার কি ঈশ্বর হওয়ার কথা ছিল
কিংবা রাক্ষস।
.
হওয়ার কথা ছিল অনেক কিছু
যেমন এই শহরের অন্তরে লুকোনো অন্ধকার ,গলিপথ।
লিলিথের ভিতে
যেমন ক্রমাগত জরাগ্রস্থ জীবন।
আঁশটে গন্ধ ওয়ালা আঁশ বঁটিতে লেগে আছে মাছের রক্ত
অর্জুনের চোখ।
চোখের পালকে জমে থাকা অনুভূতিতে
চলন্তিকা তোমার পাওয়ার কথা ছিল।
কথা ছিল কোন শীতের দুপুরে
রৌদ্রে শুকনো সম্ভাবনাগুলো আঁচার মেখে খাওয়ার।
তারপর এক জন্মান্তরের ঘুম
শেষ না হওয়া স্বপ্নের আদর।
.
বৃথাই প্রশ্ন করেছি বারংবার
অন্ধকার ঘরেতে আমার লুকোনো আংটি।
মৃত্যুর হদিস  জানা হয় নি
তবু কেন এক উন্মাদ বারংবার অন্ধকার দরজা খুলে দাঁড়ায়।
উঠে আসে প্রশ্ন
তোমার তো আমার সাথে থাকার কথা ছিল
কথা ছিল মাছের বুক চিরে আংটি খোঁজার। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...