Friday, November 2, 2018

নিজের কবিতা

নিজের কবিতা
.............. ঋষি
==============================================
খয়েরি আলোর দেশে অন্ধকার মিথ্যাগুলো
বেশ লাগে নিজের ভিতর প্রগলভ।
ভদ্রলোক বহুক্ষণ চোখ দিয়ে রেখেছে বোতলের ঠোঁটে
হয়তো সময়ের আকুলতা ,
নেশা নামছে।
.
নেশারা বরাবর এমন হয়
কাকে ,কখন ,কিভাবে ভালো লেগে যায়।
শহরের মাটি ছুঁয়ে অতৃপ্তি
প্রেমিকা শুয়ে তখন স্বামীর বুকে লেপ্টানো কাজলে। 
ভদ্রলোক বুঝতে পারছে না
ঠিক কতটা তরল শুয়ে থাকে শহরের অন্ধকারে
তার প্রিয় নারীর বুকে সেই তিলটা
ঠিক কতটা তার।
এক চুমুকে চিয়ারসের গ্লাস শেষ জীবনের
নেশা হয়।
কিন্তু তবু ঠিক বুঝতে পারা যায় না
ঠিক কতটা ঘৃনা করলে ভালোবাসা যায় এত বেশি।
.
খয়েরি অন্ধকারে লেগে মিথ্যার অনুভবগুলো
ভালো লাগে তোর কাঁধে মাথা রাখতে।
ভদ্রলোক বহুক্ষণ অন্ধকারে আছেন নিজের কবিতায়
হয়তো সময়ের ব্যাকুলতা
নেশা কাটছে।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...