Friday, November 9, 2018

তোকে একবার দেখতে ইচ্ছে করছে

তোকে একবার দেখতে ইচ্ছে করছে
....... ঋষি
============================================
সরতে থাকা কপালের লাল টিপটা
অন্ধকারে লুকোনো সেই মুখটা বুকের গভীরে
তোকে একবার দেখতে ইচ্ছে করছে।
ভুল সময়ের বীজ
অনবরত বেড়ে ওঠা সময়ের অকাল বোধন
উৎসব শেষের প্রতীক্ষা বোধহয় অন্য কোন দিনে।
.
সময়ের নুপুরে
লেগে থাকা ঠোঁট ,অনন্ত শীৎকারের গভীরে প্রতিবাদ
তোর বুকে আমার হাতের ছাপ।
উতলে ওঠা নদী ফিসফিস কিছু একটা অনবরত কানের পর্দায়
কিছু একটা ক্রমশ সরে যাচ্ছে চোখের পাতায়
তোকে একবার দেখতে ইচ্ছে করছে।
নেশা হচ্ছে
ক্রমশ চোখের পাতায় কেমন একটা চেনা ছবি
আমার বুক আঁকড়ে তুই যেন রঙিন।
অদ্ভুত এই সময়ের প্রতীক্ষা
কখন যেন হৃদয় ভাঙা  যন্ত্রণারা আকাশ খোঁজে
আর তারপর মুহূর্তরা রঙিন পোশাকে।
.
সরতে থাকা কপালের লাল টিপ্
শরীরের প্রতি রন্ধ্রে বাড়তে থাকা তুই আজ নিবিড়
নিবিড় তোর গন্ধের হাতড়ানো মুহূর্ত।
আদর করছে আমায়
কোনো চেনা ছবি চোখের রেটিনাতে ফুটে উঠছে
চেনা একটা মুখ ,,,,, অদ্ভুত। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...