Monday, November 5, 2018

প্রাক্তন (১৬)

প্রাক্তন (১৬)
.............. ঋষি
==================================================
হঠাৎ হ্যাচকা টানে খুলে যায় জীবন
অনেকদিন দরজা বন্ধ করে পরে ছিল সময় একপাশে।
তোমার এক একটা কথা কবেই সরে গেছে আকাশের মেঘ
কবেই ঋতুবদল।
 আছড়ে পড়া  চৌচির ভ্যাপসা- ভাবনাগুলো
সব আপেক্ষিক সমুদ্রের মাঝে ।
এখন আর কিছু দাগ টানে না প্রাক্তন দিন ,প্রাক্তন তুমি
আর তোমার সমারোহ।
.
কে কাকে ছেড়ে গেছি আজ আর প্রশ্ন করে লাভ কি
কে কার  কতটা ক্ষতি করেছে আজ আর বলেও আরাম পাওয়া যায় না।
একসাথে কে থাকতে চেয়ে রাতের বুকে ছুরির নিঃশব্দতা দিয়ে গেছে
সব হারিয়ে গেছে ,অব পুরাতন আজ।
আসলে কি জানো প্রতিটা প্রাক্তন মরে যাবার পর
জীবন বেঁচে থাকে কিন্তু ভুলতে চাওয়ায়।
.
হঠাৎ হ্যাচকা টানে খুলে যায় জীবন
অনেকদিনের ভ্যাপসা জানলার আড়ালে মুখ লুকিয়ে সময়।
তোমার সব অস্তিত্ব কবেই মুছে গেছে বাঁচার চাহিদায়
অনন্ত সময়ের প্রলেপ।
তবু কি জানো চলন্তিকা আজও হঠাৎ ঝড় ওঠে
আমি দেখি  রাজপথে রোজ সেই পুরোনো ফুটপাথিয়া প্রেম হেঁটে যায়।
এখন আর ঝগড়া হয় না হঠাৎ প্রদীপ জ্বলে মনে
তারপর  নিভে যায় সময়ের দমকা হাওয়ায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...