Thursday, November 1, 2018

যোগ্যতা

যোগ্যতা
............ ঋষি
============================================
ভালোবাসলে যোগ্যতা লাগে
আরেকবার প্রমান হলো খালিপেটে ভালোবাসা হয় না।
ভালোবাসলে কফিশপ ,সিনেমাহল
আরও  লাগে অনেক অনেক সময়।
দূর থেকে ভালোবাসা বৃষ্টির সমুদ্রে ঢিল ছোঁড়া
অন্ধকার হাতড়ানো একলা থাকায়।
.
ভেবেছিলাম দূর থেকে ভালোবেসে যাবো
ভেবেছিলাম অনেক যত্নে ,অনেক আদরে তৈরী করবো তোমায়।
নিজের হাতে মাটি লেপে ঠিক মনের মতো
কিন্তু বিশ্বাস করো আমি মন তৈরী করতে পারি নি।
তুমি বিশ্বাস করো তোমার কপালের টিপ্ আঁকতে আঁকতে
কখন যেন আমার আঙ্গুল বেয়ে শহরের অপেক্ষা।
অপেক্ষা হয়ে গেলো  ........

আর আমি সেদিন বৃষ্টির মতো ঝরে পড়লাম
গাল বেয়ে ,হৃদয় বেয়ে ,সময় সমুদ্রে।
সেদিনও বৃষ্টি ছিল
আর আজও উৎসবশেষে পরে থাকা খড়ের কাঠামো।
.
যোগ্যতা নিজের কাছে এক প্রশ্ন
প্রশ্ন অসহ্য রঙিন আলোয় মেতে থাকা মানুষের দিন।
ভালোবাসলে আকাশ থেকে বৃষ্টি হয়
মনখারাপ হয় ,সমস্ত পৃথিবীতে তখন শুধু তুমি।
সে দূর হোক কিংবা কাছে মন মানে না
শুধু ছুটতে ইচ্ছে হয় সময়ের ওপারে। 

No comments:

Post a Comment

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...