Thursday, November 1, 2018

পরিযায়ী

পরিযায়ী
.... ঋষি
===========================================
পড়ন্ত রৌদ্র ফুরিয়ে বিকেলের আকাশ
উৎসব শেষে পুঞ্জপুঞ্জ বেদনা আকাশের গায়ে।
পরিযায়ীর সময় এটা
উড়ে চলা সময়ের সাক্ষী গভীর আকাশের বুকে।
কান পেতে যদি শোনো
শুনবে ওদের মধ্যে অনেকগুলো কবি হৃদয় আছে।
.
কবি হতে গেলে প্রেমিক হওয়া জরুরী
জরুরী সময়ের দাগে রেখে যাওয়া ছোট ছোট আকাশের।
এই আকাশগুলো কখন যেন শব্দের যন্ত্রনা
কবি হৃদয়ে ভেঙে পরা এক একটা গাছ।
গাছের কথা যখন এলো
তখন বলতেই হয় সালোকসংশ্লেষের মতো কবিতাও প্রকৃতির।
আর পরিযায়ী হৃদয় ,
শুধু ছুঁয়ে আসা মুহূর্তের ছবি আনকোরা সাদা পাতায় ,
সব কবিতা হয়ে যায়।
পরিযায়ীদের মতো কবি হৃদয়ের ঘর অনেক দূরে
সময় শুধু ঘর খোঁজে
অথচ ঘরগুলো কখন যেন চার দেওয়াল।
.
ক্রমশ অন্ধকার দিগন্তে মিশতে থাকা আলো
উৎসব শুধু সময়ের দাগ ,যা অন্ধকারে মিশে এখন অপেক্ষা।
অপেক্ষা অন্য কোনো দিনের ,কোনো মুহূর্তের
যা শুধু কবি ছবি আঁকে সাদা পাতায়।
অপেক্ষা করে স্বপ্নের ঘরের
দূরে নীল আকাশে ডানা মেলে উড়তে চাওয়ায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...