Saturday, November 3, 2018

বেশ লাগে

বেশ লাগে
.................... ঋষি
========================================
সবকিছু প্রথমের মতো মনে হয়
মনে হয় সমুদ্র পেরিয়ে এবার আকাশ খুঁজবো।
আকাশের মাঝে শুধু তুই
যেখানে তোর চোখগুলো আর আমাকে তাড়া করবে না।
একটা গোটা আকাশ আমি বুকে নিয়ে
তোকে লেপ্টে চলে যাবো তারাদের দেশে।
.
আজকাল দুঃখ করতে ইচ্ছে করে না
কদিনের বা জীবন ?
সকালের আলো ফুটলে মনে হয় না দিন ফুরোবার তাড়া
বেশ লাগে সময়টা তোকে মনে করায়।
পাহাড়ের ঢালের বাদামি রংটা কেমন যেন তোর আবরণে চঞ্চল
মনে হয় তোকে একবার দেখবো বলেই বেঁচে আছি।
বেঁচে আছি সেই রোমান নারীর  টানে
যাকে আমি স্বপ্নে দেখেছি বহুবার।
যার ঠোঁটে ঠোঁট রেখে বলেছি কি সুন্দর পৃথিবী ,কি সুন্দর বাঁচা
আর সবথেকে সুন্দর শুধু তোকে ভালোবাসা।
.
সবকিছু কেমন যেন ম্যাজিক মনে হয়
মনে হয় গিলিগিলি গে। ..তোর হাসিমুখটা বেশ দেখতে পাই।
দেখতে পাই বুকের বিভাজনে লুকোনো কালো তিলটা
যাকে স্বপ্নে বহুবার আদর করেছি যত্নে।
বেশ লাগে আজকাল তোর  গভীরে থেকে আমার একাকিত্বে
তোকে আরও বেশি খুঁজতে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...