Friday, August 14, 2020

৭৩ তম জন্মদিন

 

৭৩ তম জন্মদিন

............ঋষি 

না না এটা ভারতবর্ষের ১৯৪৫ কিংবা ১৯৪৬ না 

এটা নয় সেই গ্রেট “ক্যালকাটা কিলিং”,। 

এটা ১৯৪৮ এর  নাথুরাম গডসের  পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ নয় 

নয় ১৯৯২ এর  বাবরি মসজিদ ধ্বংস । 

এটা  ১৯৯৯ সালের কাশ্মীরের কার্গিলের যুদ্ধ নয় 

 নয় ২০০৮ মুম্বই  টেরারিস্ট  হামলা ।   

.

এটা ১৯৪৭ নয় 

যেদিন সেই সুন্দরী  কুমারী মেয়েটার জন্মদিন ছিল ,

এটা  ২০২০ র  ,১৫ ই আগস্ট 

এটা  হলো একজন মৃত্যুমুখী  বৃদ্ধার ৭৩ তম জন্মদিন। 

.

এটা পুরোনো মানিকতলার  কারবালা ট্যাংক লেন নয় 

নয় প্রত্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের নোয়াখালী।  

এটা হলো একটা মানুষের স্বার্থপরতার গল্প 

এটা হলো গত ৭৪ বছর ধরে শোষিত একটা নারীর  উপাখ্যান।

সেই মেয়েটা  যার জন্ম কালে কোনো  ধর্ম ছিল না 

এটা হলো সেই মেয়েটার গল্প যে  কোনো একদিন 

 সুজলা ,সুফলা , রূপসী ছিল। 

তারপর শাসকের সৌজন্যে 

সময়ের সাথে 

তাকে করা হলো ধর্ষণ,এক বার না বারংবার। 

তার শরীরে দেখা দিল জন্মদাগ 

অতঃপর মেয়েটা  গর্ভবতী হলো 

তারপর সেই গর্ভবতী মেয়েটা বাধ্য হয়ে জন্ম দিল অনেকগুলো অসহায় রাষ্ট্র। 

তারপর সেই গর্ভবতী মেয়েটা নাম বদলালো কখনো গঙ্গা ,কখনো পদ্মা 

তারপর সেই মেয়েটাকে দীক্ষিত করা হলো সাজানো ধর্মে ,

তার শরীরে বোনা হলো  সীমান্তে কাঁটাতার

তার বুকের উপর বাড়তে থাকলো আঘাতের চিন্হ 

তার সারা শরীরে কালসিটে  

তার কোঁচকানো চামড়ার উপর আজ অজস্র গোলাবারুদের অজস্র ক্ষত। 

আজ এতগুলো বছর ধরে সেই ধর্ষিত মেয়েটা 

চিৎকার করেছে ,কেঁদেছে 

কিন্তু কিছু বদলায় নি,

তার চিৎকারে শোনা গেছে দরিদ্র ভারতবাসীর বাঁচার আর্তি ,

তার কান্নায় মিশে গেছে হাজারো মায়ের কান্না। 

 .

শুধু সেই  মেয়েটা সাক্ষী থেকে গেছে আজ ৭৩ বছর

তার বার্ধক্য আজ দাঁড়িয়ে অন্ধকার পৃথিবীর দরজা খুলে ,

তার সারাজীবন শুধু আজ অসংখ্য শোষণের দুঃখের কাহিনী। 

প্রশ্ন করি নি আমরা নিজেদের কখনো  ,কেন ?

শুধু উদযাপন করেছি ,

শুধু সেই মেয়েটার তেরঙ্গা  শাড়িটাকে স্যালুট মেরেছি 

তারপর মেতে উঠেছি আবার বালক ,থেকে বৃদ্ধ সকলে 

সেই মেয়েটাকে নগ্ন করতে।

একবারও ভাবি নি সেই মেয়েটা আজ বয়সের ভারে  ক্লান্ত 

তার শরীরে অক্ষমতায় কোথাও লোকানো 

আমাদের নিজেদের অক্ষমতার গল্প

আমাদের অসহায়তার গল্প । 

 



 


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...