Sunday, August 9, 2020

হাত ধরো

 হাত ধরো 

...... ঋষি 


কখনো এতটা বিরক্ত লাগে নি 

কখনো এতটা রাত্রিরের কাছে দাঁড়িয়ে আলো চাই নি ,

চাই নি রৌদ্র ভর সন্ধ্যেবেলা। 

.

সমুদ্রের বালি আর মাটির মাঝখানে তফাৎ খুব সুক্ষ 

মাটিকে ভেজানো যায় ,কাদা করা যায় 

অথচ বালি তাকে সহজেই আলাদা। 

.

আকাশের ঘরে মেঘ ছিল না কোনোদিন 

শুয়ে ছিল পবিত্র আত্মার এক অন্য দেশ ,অন্য খেয়াল 

এখন ঘর বদলাচ্ছে ,বদলাচ্ছে সফর। 

.

সূর্যের গায়ে হাত দিয়ে হাত পোড়াতে পারি 

অথচ কিছুতেই নিজেকে বোঝাতে পারি না জীবনের সত্যগুলো 

সত্যি যদি জীবনকেও ডিলিট মারা যেত। 

.

সময়ের হালহকিকত জানতে নিজেকে গভীরে যেতে হয় 

অথচ সেই  সময়ের কোনো নারীকে জানতে 

শুধু নিজেকে নিজের কাছে  নামাতে হয় নিচে। 

.

ঈশ্বর তুমি কথা ভাঙতে পারো 

ভাঙতে পারো বুকের পাথরে থাকা মিষ্টি জল 

কিন্তু বদলাবে না কিছুই ,হৃদয়ের শোরগোল। 

.

এই স্তব্ধতায় লিখে রাখি তুমি ভালো থাকো সর্বদা 

তুমি চাও আমি আকাশ হয়ে যাই শেওলামাখা পুকুর পাড়ে 

আমি পিছলোয় ,জানি তুমি হাত ধরো। 


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...