Thursday, November 23, 2017

ইতিহাস

ইতিহাস
............. ঋষি
=================================================
অনিত্যের সাথে শেষ দেখা
সময়ের সাথে ফেলে আসা শেষটুকু আজ শুরু।
সময়ের রংবিচুলি কিছুটা অনিত্যের
আমি তুমি শুধু মহড়া জীবনের সংশয়ের।
অথচ সংশয় প্রতিদিনের বেঁচে থাকা
যেন অনুরণন ও অনুকরণ  জীবনের।

আজ থেকে শত সহস্র বছর পর
আমি তুমি শুধু স্মৃতি।
অথচ ওই স্মৃতি নিয়ে যারা জীবিত থাকে
তারা শত সহস্র ভুলে যায় ,ভুলে যায় সময়ের অভিসার।
অনবরত ক্ষরণের পর
যে স্মৃতি হয়তো কখনো কোনো মুহূর্তে মানুষের খুব কাছের।
চলন্তিকা সময় শুধু মানুষের আগামী নয়
সে যে বর্তমান ও অতীতের কালচিত্র।
যখন ইতিহাস সময়ের স্মৃতি
ঠিক তেমনি মানুষের ভবিষ্যৎ সময়ের খেলাঘর।
যেখানে বাঁধ ভাঙে ,গড়ে
অথচ মানুষ স্থির ,নির্বিকার।


অনিত্যের সাথে সন্ধি
অতীতের স্মৃতি আর ভবিষ্যতের ফাঁকে আজকের বর্তমান।
আমি তুমি স্থির নির্বিকার কোথাও হয়তো
কিন্তু শত সহস্র বছর পর আমরা হয়তো বেঁচে।
কারণ মৃত্যুটা মৃত্যুর পর
সময় স্মৃতি নামে কিছু ইতিহাস লিখে রাখে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...