Monday, November 27, 2017

কাছে দূরে

কাছে দূরে
.... ঋষি
==========================================
দূরে থাকা ,পাশে থাকা
জরুরী হুকুম তামিল ম্যাডাম।
আসলে জানেন দূর থেকে কাছে আসা যায়
কিন্তু কাছ থেকে দূরে যাওয়া যায় না।
সরতে থাকা সূর্যের উত্তাপ নিরক্ষরেখা ছুঁয়ে থাকে
ভিজে যায় তরল বাতাস প্রতি স্পর্শে।

সেদিন বৃষ্টি ছিল
আগামী কোনো দিনে আবার বৃষ্টি হবে।
তুমি পা মচকে হোঁচট খাবে ,গায়ে তোমার কালো শাড়ি
রাত্রে ঘুমিয়ে পড়ার আগে নিজেকে বলবে আমি আজ ক্লান্ত।
কিন্তু ম্যাডাম তোমার বুকে আঙুলের ছাপ
তোমার বুকের ভাঁজে লোকানো সিগারেটের গন্ধ
লুকোবে কি করে।
আরো কাছে আসবে ,আরো কাছে
যেখান থেকে দূরে  সরা যায় না।
চোখের কাঁজল লেপ্টে বাড়তে থাকবে চশমার পাওয়ার
কিন্তু তোমাকে চুষে খাওয়া কমবে না
কারণ ঝড়ের আদরে তুমি শুকনো পাতা।
আর ঝড়ের দিনে
আমি  প্রচন্ড ধূলি ঝড়।

দূরে থাকা ,পাশে থাকা
পৃথিবীতে কিছু  গল্প  অসমাপ্ত কবিতার মতো।
তাজমহল শুধু সময়ের পরিচয় নয়
স্পর্শ যা ছুঁয়ে থাকে।
সাথে থাকা আর পাশে থাকা এক নয়
যেমন দূরে থেকে পাশে থাকা যায়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...