Monday, November 27, 2017

অচলায়তন

অচলায়তন
..... ঋষি
=========================================
ধরা যাক এমন একটা সময়
যখন রাস্তায় কেউ কোথাও নেই তুমি হেঁটে চলেছো।
মহেঞ্জোদড়ো ,সুমেরু ঘুরে
তোমার আবর্তনের মাটিতে তুমি একলা একটা পৃথিবী।
দ্রাঘিমাংশে মুখ লুকিয়ে রাখা শৈশবের সূর্য
ধরা যাক তোমার সূর্য প্রণাম তখন বালখিল্য।

ধরা যাক সেই দ্বীপে তুমি  পৃথিবী
আদম ,ইভ আসতে অনেক দেরি ,দেরি অনেক রিপুর।
সুতরাং তোমার এই পৃথিবীর শরীর শরীর  খেলা
ব্যাস্ততার নিরিখে লিখে রাখা দিনকাব্য সব ভ্রষ্ট।
কি করবে তুমি ?

দূরে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ যেন সোনালী বিকেলের শস্য খেত
আকাশের মাটির সুদৃশ্য বাতাবীতে রমণীর স্বাদ।
সব তখন তোমার অজানা
অজানা হাত দিয়ে ভাত মেখে খেতে হয়।
সম্পর্ক্যের ভিতর লুকোনো সত্যিগুলো যে এক একটা প্রহসন
অজানা তোমার বাঁচার কারণ।


আত্মাকে প্রশ্ন করছি মশাই এই ভাবেও বাঁচা যায়
একটা সিঙ্গেল ট্রেন জার্নির রাস্তায় কবিতা লিখতে লিখতে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...