Friday, November 17, 2017

খিদে

খিদে
................... ঋষি
===============================================
খিদে
বুকের খাঁজে আটকে আছে কিচিরমিচির বকুনি।
পায়রার ছোট ছোট খামে বন্ধ আকাশ
খুঁজে চলে ডানার স্বপ্ন আকাশ ধরার।

এই কবিতা কখনো জনপ্রিয় নয়
মানুষের স্বপ্ন বিক্রি করে বাঁচতে চাওয়া এক ডজন গল্পগুলো
শুধু রিমিকি সিরিয়ালে সাস বাহুর কাহিনী।
শুধু অভিশাপ কুড়িয়ে একগাদা ভাবনা ফিরে চলে বাসস্থানে
রাত্রি নামে,অনিদ্রার খাপ ছাড়া ঘুমগুলো বড়ো যন্ত্রণার।
আবার সকাল আসে নিয়ম করে
আবার কুড়োতে থাকা মৃত স্বপ্ন ইচ্ছা বাসরে আকাশের ঘরে চিঠি।
চিঠি পৌঁছায় না
ফিরে আসে বর্ডারে কোনো মৃত সৈনিকের নাম।
গলা ফাটিয়ে চিৎকার করে সমাজ ,বন্দুকের শব্দ লালকেল্লায়
তারপর দৈনন্দিন। ....

খবরের পাতায় খুব কোলাহল
আহা ,উহু ,ইশ সকলের মুখে হরেকরেকম্বা।
দরিদ্র ইতিহাস থেকে শহরে ফুলকি ঝরতে থাকে '
মৃত স্বপ্ন বীজ আবার সকালের শিশিরে।
জন্ম হয় ইচ্ছা
চলতে থাকে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...