Sunday, November 26, 2017

একটা গল্প

একটা গল্প
,....... ঋষি
=============================================

গল্পের শেষ পৃষ্ঠায় ধুলো জমেছে
অমলিন ইচ্ছাদের মানুষ বোধহয় স্বপ্ন বলে ডাকে।
জীবনের আর্ধেকটা কেটে গেলো
বাকি আর্ধেকটা দিয়ে আমি কি করবো বুঝতে উঠতে পারি না।
জাবেদা খাতায় জীবনের হিসেবে মেলাতে বসি
দাগ টানি,ক্রমশ গভীর। .....,মেলাতে পারি না।

রাট জাগা চোখে কবিতা এসে ভিড় করে
ভিড় করে অজস্র মুখের ছায়াছবিতে ক্রমশ ভুলতে থাকা আলো।
অন্ধকার গ্রাস করে
আকাশের সিলিঙে নীলচে ধিমি আলো ,,, মৃদুমন্দ স্বপ্ন।
এই তো বেঁচে আছি জীবন '
আমি যে স্বপ্ন দেখতে ভুলি নি।
অদৃশ্য ক্যানভাসে ফুটে উঠতে থাকে গোটা একটা শহর
তারপর অজস্র শহর।
চিৎকার কোলাহল মিশিয়ে জীবন নিয়ে দাঁড়ায় ট্রেনের কামরায়
সরতে থাকে পিছনের দিকে।
ক্রমশ চেনা মুখ অচেনা হয়ে যায়।

গল্পের শেষ পৃষ্ঠায় জমতে থাকা ধুলো
তুমি বলো ক্রমশ আমি বাস্তববাদী কোনো নতুন উপাখ্যান।
কিন্তু তোমাকে বলে পারি না
এই গল্প ক্রমশ চলতে থাকবে ,বুকের কাছে দমবন্ধ কষ্ট।
নিরুত্তর জাবেদা খাতায় বাকি অর্ধেক জীবনের স্বপ্ন '
শুধু বেঁচে আছি সেজন্য বোধহয়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...