Sunday, November 26, 2017

অন্যমনস্ক শহর '



অন্যমনস্ক শহর '
...... ঋষি
==============================================
অন্যমনস্ক যাত্রা শুরু
এই শহরের ক্যাবে চেপে মধ্যবিত্তরা যায়,
একটু  সুখী হবে বলে
মাসের প্রথমে  সাহেবি স্টাইলে বৌকে নিয়ে যায় ক্যান্ডেল ডিনারে,
খোকা কেঁদে ওঠে ,মাস মাইনে শেষ
মা বলে  আর কটা দিন দাঁড়া সোনা বাবার মাইনে হয়ে যাবে।
.
জামার পকেট হাতড়ে
বেরিয়ে পরে মানুষের সিগারেটের পোড়ানো ইচ্ছে টুকু,
ধোঁয়া ছাড়া শহরের বুকে
চেপে ধরে টিফিন খরচা বাঁচানো ঈশ্বর ও তার প্রেমিকা ,
হয়তো কোনো রেস্টুরেন্টের কোনে বসে কোনো একলা প্রেমিক 
শেষ চুমুকে আঁকড়ে ধরে প্রেমিকার বুক ,তৃষ্ণার ওয়েসিস ।
গাছের তলায় বৃদ্ধদের শেষটুকু
বিড়িটান দিয়ে তাসের বিবিকে কেন যেন চশমার পাওয়ার চোখ মারে,
ঢুকে যায় সম্পদ ,যৌবনের কিনারায়
বয়স ঈশ্বরকে কনফেস করে হয়তো পুরোনো কোনো প্রেমিকার মুখ।
সবটাই আতঙ্ক এই শহরের 
বাঁচতে চাওয়ার লোভ 
শুধু প্রশ্রয়ে আশ্রয়ে খোঁজে দিনযাপন
জীবনের বাকি চারানা দিয়ে  যদি আট আনা পাওয়া যায়।

অন্যমনস্ক যাত্রা শুরু
এই শহরের মারাত্নক জ্যামে সেই ভবা পাগলা দাঁড়িয়ে।
বিড়  বিড় করে আকাশ খোঁজে '
বুঝতে পারে না দুনিয়া করলো মুঠঠীমে থিওরিটা,
হঠাৎ সে কেঁদে ওঠে
কেঁদে ওঠে শহরের আগামী সন্তানেরা তার ভাবনায় । 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...