Friday, November 24, 2017

কুয়াশার চাদর

কুয়াশার চাদর 
,,,,,, ঋষি
===========================================

এত রাতে একলা দাঁড়িয়ে
উপভোগ জীবনের মাত্রার ভালোটুকু  চুষে  খাওয়া।
সামনে সারি দিয়ে পরে  থাকা স্ট্রিট লাইট
ছায়া পথে আঁকিবুঁকি।
শীতের শেষ কুয়াশা চাদরে
ম্যাডাম এখনো জেগে ,,কি ব্যাপার  ঘুম কই ?

ম্যাডাম তোমার  চশমার  কাঁচে
ইতিউতি শহরের উপভোগগুলো সব সুঁচের মতো ফুটছে।
ম্যাডাম তোমার  একলা বারান্দায়
যে হাত এগিয়ে গিয়ে কুয়াশায় চাঁদ খুঁজছে ,,,, আদর ।
অল্প সময়ের  পরে এক অন্য সকাল হয়তো ,ব্যস্ততা
সকালের শরীরের স্পর্শ নিয়ে ভোরের বাতাসে তুমি এগিয়ে যাবে
কতদূর তোমার ইস্কুল?
তুমি তাকিয়ে দেখেছ অস্পষ্ট পথের রেখা---পথের ধারণা
স্বপ্ন, অন্ধকার বীজ, যা
ধীরে ধীরে আমাদের অস্তিত্বে মিশেছে।
সময় শীতের সকালে নেশায় ব্যস্ত
অল্প সময় পর সকাল হবে।

এত রাতে একলা দাঁড়িয়ে আমি
সময়ের তেজস্ক্রিয় বিমগুলো এফোঁড় ওফোঁড় হৃদয়।
গন্তব্যে এগিয়ে চলা স্বাভাবিকতা
অস্বাভাবিক স্ট্রিট লাইটের আলো ছায়া।
শীতের কুয়াশার চাদরে
কেমন একটা অন্যমনস্ক স্পর্শ ,,, তোমাকে চাই। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...