Sunday, November 26, 2017

পায়রার আকাশ

পায়রার আকাশ
.... ঋষি
======================================================
নিরুত্তর অপেক্ষাকে লিখে দেওয়া ভালো
তুমি বাড়ি ফেরো,
তোমার অপেক্ষায় মাছের ঝোল ,গরম ভাত,একটা উষ্ণতা ।
ট্রেনের শেষ হুইসেলের শব্দে
ঘুম ফেরা মুসাফিরকে জানিয়ে রাখা ভালো
জীবন শুধু অপেক্ষার আরেক নাম।

খোলা আকাশে পায়রাদের কিছুটা বকবকুম
সময়ের উপর উপাধি ছড়িয়ে অনেক খুঁটে খাওয়া জীবন।
চলন্তিকা তোমার আঁচলে বাঁধা খুচরো কিছু জানলা
গানটা মনে পরে
অফকোর্স রবিঠাকুর
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে--    জানি নে জানি নে॥
অদ্ভুত জানি না
সুখ তুমি শুয়ে থাকো সময়ের বুকে দাবানল
পুড়ে যাওয়া সুখ আর সবুজ আবরণ।
কাছে এসো চলন্তিকা
যেমন আসে সময় অপেক্ষার নিরুত্তাপে।

নিরুত্তর অপেক্ষাকে লিখে দেওয়া ভালো '
কাল আবার অন্যদিন।
ট্রেনের জানলা থেকে সরে যাওয়া সাময়িকী
ঈশ্বর তুমি নিরুত্তর গন্তব্যে দাঁড়িয়ে।
পরের স্টেশন অজানা
আকাঙ্খার ভিটে জীবন খুঁটে খাওয়া পায়রার আকাশ। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...