Friday, November 17, 2017

চিরমুহূর্ত

চিরমুহূর্ত
............... ঋষি
==========================================
তোর বুকে লগে গেছে আমার সিগারেটের গন্ধ
তোর যোনি পর্দায় আজ স্বপ্ন ধারা।
তোর নাভির পাশে পরে থাকা মৃতদেহ
অনেক খবর লুকিয়ে থাকা বাঁচতে চাওয়া বারংবার।
দিনটার বৃষ্টির ছিল
কিন্তু সফরে ভিজে মাটির বদলে ছিল
ঘামের গন্ধ।

কোলাহল সমাজের পোষ পার্বন
বিশ্বের দরজায় তখন হাতছানি অজস্র না বলা কথনের।
আমার পোড়া বুকের পাশে
দাঁড়িয়ে থাকা সুমেরু আদলে স্তন। কথা বলছিল   ......
ফিসফিস
বাইরে তখন তুমুল বৃষ্টি।


ভিজে মাটির পাওনা গন্ডা
দু চারটে চরিত্ররা নিরুপায় দর্শক আমাদের কাছে।
ঈশ্বর শুধু মন্দির ,গির্জার নয়
আদলে প্রেম।
সত্যি ছিল বেঁচে থাকার আকাঙ্ক্ষারা গভীর ঘ্রানে
শুধু এইভাবে একটা দিন ,,,,,খুব গভীর
চিরমুহূর্ত রঙিন । 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...