Saturday, September 19, 2020

বসন্ত-টসন্ত

 


বসন্ত-টসন্ত

.... ঋষি 


এসব বসন্ত-টসন্ত নিয়ে আর  মাথাব্যাথা  নেই

যতো ব্যাথা এখন হাঁটুর নিচে 

কারণ হাঁটুর নিচে নামলেই মানুষ বুঝতে পারে যন্ত্রনা কাকে বলে 

খিদে কাকে বলে 

কাকে বলে বেঁচে থাকা। 


মানুষের বাঁচার জন্য দুটো ভাবনা কাজ করে 

এক পেট আর এক মেঘ ,

পেট শব্দটা ডিকশনারিতে ছোট হলেও খিদে শেষ হয় না 

আর মেঘ সে যে অসামাজিক 

কখন যে কাকে ভেজায় 

কখন কাকে একলা দাঁড় করিয়ে রাখে মেঘলা বেলায়। 


সত্যি বললে শুধু হয় না 

সত্যিকে যে বিশ্বাস করতে হয় এই কথা আজকে কমিনউনিকেশনে একলা ,

শহরের বিহারি পানোওয়ালেকে প্রশ্ন করুন 

বাঁচা কাকে বলে ?

সে বলবে " গাওমে দু বিঘান জমিন বেচনা পরা লড়কিকে সাদি কে লিয়ে 

ভগবান লড়কি কিউ পেইদা হোতি হে "। 

সেবার গ্রামে  গিয়েই জানতে পেরেছিলাম  

জাঙিয়ার শব্দটা কতটা বেখাপ্পা রহিম চাচার কাছে 

রহিম চাচা বলে " কবুতর যদি বেঁধে রাখো বাবু দানা খাবে কি করে ?"

আমি হাসি আর ভাবি 

আমরা শুহুরেরা কেন যে বেঁধে রাখি সত্যিগুলো ?

.

 ওপাড়ার রাখাদা চায়ের দোকানে বসে ভাঙা গলায় গেয়ে ওঠেন 

 "তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চায় "

আমি হাসি 

রাখাল দা বোধহয় জীবনে কোনোদিন হরিণ দেখেনি 

সেখানে সোনার হরিণ। 

মোদ্দা গল্প হলো সালা জীবন মানে হলো খিদে 

সে   পেট কিংবা মেঘ যায় হোক না কেন 

আর সেখানে 

বসন্ত নিয়ে মাথা ব্যাথা 

খ্যেপার পেট ব্যাথার মতো। 


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...