Thursday, September 10, 2020

ট্রেন আর ট্রেন লাইন

 


ট্রেন আর ট্রেন লাইন 

... ঋষি 


সবার ভিতর একটা ট্রেন লাইন পাতা 

সেই জন্ম থেকে সকলেই শুনতে পায় ট্রেনের ভোঁ 

দেখতে পায় একটা খালি স্টেশন ,

ট্রেন থামলো 

মুহূর্তের কোলাহল 

আবার শান্ত স্টেশন। 

.

ট্রেন আসে ঝালমুড়ি ওয়ালা ,সিঙ্গাড়া ওয়ালা ,লজেন্স ,টফি ,কাবুলিওয়ালা 

কত শব্দ 

গরম চায় ,বাবু বিরিয়ানি ,জলের বোতল ,গ্রিন স্যিগনাল ,রেড স্যিগনাল 

স্যিগনাল ম্যান 

ট্রেন আর পাঁচ মিনিট প্ল্যাটফর্মে  .

তারপর 

হঠাৎ ফাঁকা ,শুনশান ,মানুষহীন 

যেন হঠাৎ পৃথিবীটা থেমে যায় এমন করে। 

 .

সবার ভিতর একটা ট্রেন লাইন পাতা 

সেই লাইনে আসা বিশেষ ট্রেনটাকে সকলে ধরতে চায় ,

রাতের  আকাশের নীচে কাশের হিল্লোলে ডুবে যাওয়া সেই ফটোফ্রেম 

অপু ও দুর্গাকে দেখতে পায় সকলেই ছুটতে  

ঝমঝম ছুটে যাওয়া রেলগাড়িদের পিছনে। 

বিকেলের নিভু নিভু আলো মেখে বাগানের নারকেল সুপুরি আর জাম গাছ

সময়ের শৈশবে সকলে ফিরতে চায় 

ছুটতে চায় পিছন ফিরে। 

আমার একার গভীরে  জানালা জুড়ে আজও রোজ আমি সেই স্টেশন দেখি 

ছেলেবেলা জুড়ে সেই বৃষ্টিকণারা

মেঘের দল ,নরম মেঘ ,

গা ভর্তি তুলোর মতো হাসি নিয়ে ভেসে আসে সোনালী রোদ। 

বাইরে বাইরে সকলে ছুটছি, উড়ছি ,পুড়ছি তবুও 

গভীরে  ট্রেন ছুটছে বুকের উপর পাতাটি লোহার পাত ধরে 

প্রতিদিন 

আর আমরা সকলে সেই ট্রেনটা ধরতে চাই। 


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...