Monday, September 7, 2020

সৌজন্যে সুনীল বাবু

সৌজন্যে সুনীল বাবু
এই শহরে বদলেছে অনেক কিছু, আরো বদলাবে,
কিন্তু এই শহরে নীরা বুকে নিয়ে বেঁচে থাকবে আজকের পরে বহু্যুগ 
আমার মত আরো অনেকে।
সত্যি বলতে কি হাতপাখা বদলে কখন সিলিং ফ্যেন,এসি হয়ে গেল
কিন্তু মনের গভীরে আজও বয়ে চলে এই শহরে অন্য হাওয়া। 
.
আজকাল " প্রথম আলো "তে কেউ বিশ্বাস রাখে না
রাখে না বিশ্বাস  তোমার মতো চির যুবকের ভাবনায়, 
দিন বদলায় শহরে রোজ খালি পায়ে হাঁটে হাজারো কবি বুকে নিয়ে হাজারো ভাবনা
অথচ কারোর "  অর্ধেক জীবন " ও স্পর্শ করে না কবির যন্ত্রনা,
স্পর্শ করে না যন্ত্রনা নীরার। 
তুমি মিথ্যে ছিলে না  সুনীল বাবু 
নীরা তোমার ছিল তোমার আছে
 কারণ 
তোমার মত এই শহরে নীরাকে ভালোবাসেনি কেউ আর।   
.
সৌজন্যে সুনীলবাবু
তুমি বা তোমাদের মত তিন যুবকের অভাব আজ এই শহরে,
কফি হাউস আর নেই 
আড্ডা আছে কিন্তু বদলে গেছে টপিক আলোচনার,
আজ শহরে প্রেম আছে অথচ বদলে গেছে স্পর্শের সম্পুর্ন মানেটাই। 
এই শহরে আজ লাখ খানেক কবি 
বুক বাজিয়ে লিখে চলেছে কবিতা শুধু নিজেকে বাজাবার আশায় 
তাই বলে ক্ষুন্ন হওয়ার কিছু নেই সুনীল বাবু 
কবিতা আছে, কবিতা থাকবে, কবিতা চিরকাল
কারণ যুগে যুগে তোমার মত কিছু ক্ষেপাটে পাগল কলম ছুঁয়েছে
নীরাকে লিখবে বলে 
সময় লিখবে বলে
রাষ্ট্র লিখবে বলে
লিখবে বলে প্রেম কবিতার শব্দে তোমার শহরে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...