Sunday, May 5, 2024

Bhalobasar manush


ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো 
দূর থেকে তাকে ভালোবাসাই ভালো 
বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায় 
এক সময় পরিত্যক্ত হয়ে পরে থাকা সময়ের অ্যাশট্রেতে কিংবা জঞ্জালে। 
সত্যিটা হলো সবাই কারণ নিয়ে ভালোবাসে 
কারো চোখ ভালো ,কারো হাসি ,কারো ব্যক্তিত্বটুকু  
কিন্তু সম্পূর্ণ মানুষটাকে ভালোবাসে না কেউ 
মানুষটার ভালোটুকুকে সকলেও ভালোবাসতে চায় 
আর তার খারাপটুকু নিয়ে ভালোবাসার মনুষগুলোর যত দ্বন্দ্ব ।
.
সময় ফুরিয়ে যায় ,সংসার ফুরিয়ে যায় ,মানুষটা হারিয়ে যায় কখন যেন 
তখন আকাশের দিকে চোখ রেখে ভালোবাসার মানুষটার ভালোটুকু পাখি 
বাকিটুকু খাঁচা আর কিছু স্মৃতি ,
দমবন্ধ লাগে ,ভাবনায় ডিপ্রেশন ,বালিশে নির্ঘুম রাত 
হাঁপিয়ে ওঠে মানুষগুলো। 
ভালোবাসার স্বপ্নগুলো তখন সিনেমার মতো 
শুধু কাল্পনিক এই শহরের ছোট ছোট দেশলাই বাক্সে ঘুমন্ত বারুদ
তখন একে ওপরের প্রতি জমা বিরক্তিগুলো বিস্ফোরণ চায় 
কথা বন্ধ কিংবা অচেনা মানুষ । 
.
মানুষ ভালোবেসে কি চায় ?
একটা আশ্রয় ,একটা অনবদ্য কবিতার মতো জীবন 
তবুও ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে চেয়েও হঠাৎ কেন ফুরিয়ে যায় ?
কেন যে খুব কাছে আসার পর অনুভূতিগুলো একঘেয়ে ?
কেন যে প্রিয় মানুষটার কবিতায় তখন শুধুই বিষাদ? 
জানি না ,
জানি না কেন কাছের মানুষটা হঠাৎ বদলায় 
কেন বদলায় মানুষের আশ্রয়গুলো একটা দৈনন্দিন নিয়মে। 
কখন যেন ভালোবাসার প্রশ্রয়টা আফসোস কিংবা কারাগার লাগে
আর ভালোবাসার মানুষটাকে শুধু অভিযোগ আর আফসোস ,
তাই বরং ভালোবেসে দূরে থাকা ভালো 
তাই বরং দূর থেকে ভালোবাসার মুগ্ধতা ভালো 
তাই বরং ভালোবাসার শহরের কবিতা ভালো  
ভালো স্বপ্নের মানুষটার অনুভূতি 
আর তার মুহূর্তের সাথে থাকার মুহূর্তগুলো।  
.
ভালোবাসার মানুষ
... ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...