Wednesday, December 30, 2020

বিকর্ষন




বিকর্ষন 
... ঋষি 
ক্রমাগত কাছে আরও কাছে
আরও কাছে শব্দটার শেষ খুঁজতে তল পাই না,
অথচ অদ্ভুত সম্পর্ক শব্দটা এত  জোড়ে বিকর্ষন করে রোজ 
যে মাঝের কাঁচটা ভেঙে পড়ে। 
সমস্ত বদলের অভ্যাসগুলো বেবস জিন্দেগীর কাঁচে দাগ টানে 
মাঝের কাঁচের ওপাশের মানুষগুলো তখন  অচেনা ভীষণ । 
সরল হিসেব 
আরও সরল নিজের মুখের উপর পরে সময়ের আলো,
সামনে ছড়ানো তোমার শীতের ওম 
ফ্ল্যাসব্যাকে ফুটে ওঠা কাছে যাওয়া কোন চকোলেট সন্ধ্যায়
গোপন কথপোকথন, ফ্যালফ্যাল করে চেয়ে থাকা 
অনবদ্য বন্ধ ঘড়ি 
আর 
কাঁচের এপাশে গলা ধাক্কা খাওয়া একটা দিন
 হুমড়ি খেয়ে পড়ে অন্যদিনে।
.
রাত ফুরিয়ে লিখে ফেলা 
মেমরি লেনের ধারে দাঁড় করানো অসনখ্য বাতিস্তম্ভ
শীত জমছে শরীরে 
জুলফির পাশে কিছু পাকা চুল প্রমান করে
আশা ফুরোয় নি। 
ক্রমাগত আরও কাছে ছুঁয়ে যায় অফিস ফেরত ইচ্ছেগুলো
জমতে থাকে কাঁচের অপাশে একলা পিচ রাস্তায় কিছু স্বপ্ন,
ছুটে আসা হেডলাইটের আলো 
ফেলে রেখে যায় আমাকে। 
জানি চলন্তিকা তুমি পড়ে ফেলবে আমাকে একলা শহরে
হয়তো আগলেও রাখবে বুকেত কাঁচে
কিন্তু কাঁচের ওপাশে মুখগুলো আজও বড় কাঁদায় আমায় 
একলা করে অন্য দিনে। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...