Thursday, December 17, 2020

হিসেব

 হিসেব

... ঋষি 

এই শোন নিরিবিলি কি বাঁচতে পারবো না  ?

ক্রিচিয়ানা রোনাল্ডোর মতো বই ডিফল্ট জীবনটাকে ব্যাক পাশে 

গোল ,

কেন পারবো না ?

কেন পারবো না বলতে তোকে ভীষণ ভালোবাসি ,

কেন পারবো না এই শহরের রাজপথে তোর হাত ধরে হাঁটতে। 

.

ভয় করছে 

আমারও করছে সিগারেট পোড়ানো জমানো বুকে স্বপ্ন দেখতে,

কি দাঁড়াচ্ছে তবে 

মেরুদণ্ডের ওপারে থাকা তোর সিঁথির সিঁদুর 

তোর সাজানো সংসার 

আর 

এই পাশে আমি একা 

হিসেবে বদলাচ্ছে না। 

.

বদলানো কি যায় 

বুকের নেমপ্লেটে লেখা আছে সকাল সন্ধ্যা এই পৃথিবীর 

বদলানো কি যায় বাঁচার কয়েনের টস ,

তুই কি জানিস চলন্তিকা সবটাই আপেক্ষিক যেখানে 

সেখানে বিশ্বাস ,ভালোবাসা শব্দগুলো দমবন্ধ করা এক একটা মুখোশ 

আর মুখোশের আড়ালে এক নরখাদক দাঁড়িয়ে 

আমাদের হাড় চিবিয়ে খায়। 

যাক এই বেলা প্রশ্ন ,উত্তর থাকে 

তোকে বলার ছিল ভালোবাসি 

তোকে বলার ছিল এই পৃথিবীর হিসেবের বাইরেও ফুল ফোটে রোজ 

তার মাঝে কিছু ঝরে 

কিছু শুয়ে থাকে ঈশ্বরের পায়ে।  

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...