Friday, December 4, 2020

কণে দেখা আলো

 



কণে দেখা আলো 

... ঋষি 


চিৎকারগুলো মুক্তি খুঁজছে 

ব্যাকরণে লেগে আছে কোনো কণে দেখা বিকেলের সেই আলো ,

অদ্ভুত এক হিসেবের শেষে আমরা দাঁড়ায় খালি হাতে। 

ভালো থাকতে আজকাল নির্ভরশীল জীবন 

শহরের রাস্তায় একলা দাঁড়িয়ে 

অপেক্ষা গোনে মনের ভাঁজে লুকোনো সেই মুখটা। 

.

আমি অবিশ্রান্ত সময়ের ধুলোয় বুক খুঁজছি 

খুঁজছি মেয়েটাকে নিজের গভীরে ,

শুধু শুনতে পারছি আর্তি ,শুধু দিচ্ছি দ্রষ্টার দৃষ্টান্ত 

কিন্তু বদলাতে পারছি না 

অসহায় গৃহপালিত মতো তাকিয়ে আছি দূরে 

একটা আলোর দিন ক্রমশ মুখ থুবড়ে পড়ছে। 

.

ভালোবাসি এই কথাটা আজকাল সময়ের রঙে রঙিন 

শহরের পাঁচতারায় প্রতিদিন ভালোবাসা শরীরের মতো দেখতে লাগে 

দেখতে লাগে নিজের চারপাশে অজস্র কামুকতা ভালোবাসার নামান্তরে ,

জীবনের নামতায় প্রতিদিন ফুরোয় 

কালকে বাঁচবে বলে 

অথচ সেই কাল গোগ্রাসে গিলে নেয় সময়ের যোগফল। 

সেই মেয়েটা প্রতিমুহূর্তে বাঁচে আমার বুকের ভিতর 

অথচ শতরন্জ কা খিলাড়ি 

একটা ভুল দানে জীবন ফুরিয়ে যায় ,

অথচ চিৎকারগুলো মুক্তি খোঁজে 

ব্যাকরণে লেগে থাকা  কণে দেখা বিকেলের সেই আলো 

ছড়িয়ে পরে এই বুকে 

মৃত্যুর সুখে 

আমি দেখি মেয়েটা আস্তে আস্তে ঘরে ফেরে প্রতি সন্ধ্যায়। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...