Monday, December 28, 2020

শেরপা




শেরপা
... ঋষি 
এলোমেলো ভাবনা, তার আবার গড়ন 
সন্ধ্যে ফেরত মেয়েটা দাঁড়িয়ে আছে শ্মশানের সামনে, 
এলোমেলো পাহাড়ি  সন্ধ্যে
এলোমেলো চুল লেগে আছে সন্ধ্যের গায়ে। 
পাহাড়ি রৌদ্র খুলছে জেনে
সারা উপত্যকায় আজ রুপকা রানী আর চোরোকা রাজা। 
.
বিভিন্নতা
জ্যান্ত মানুষ ঘিরে ছড়ানোছেটানো মৃতদেহ 
কে কি চায়? 
কে কতটা পায়? 
সময়ের অনবদ্য সন্ধ্যায় উপছে পরা পাহাড়ী বউ আজ 
বাসর জাগছে। 
.
রুপ খুলছে
তোমার রঙ চুরি করে সাজিয়ে দিচ্ছি খালি ক্যানভাসের গায়ে, 
আমার সন্তান বড় একা
বুদ হয়ে আছি আগামীর নেশায় শুয়ে থাকা বিরুপতায়।
সন্ধ্যে ফেরত মেয়েটা দাঁড়িয়ে শ্মশানের সামনে 
পৃথিবীতে পরকীয়া বাঁশি বাজে পাহাড়ের গায়ে
অথচ আমি পাহাড়ি শেরপা
পাহাড়ি  খাদে আমার জন্ম মৃত্যু সব। 
এক কোটি ত্রিশ খুলে রেখেছে জান্তব প্রেম 
হা ঈশ্বর 
আমি স্বাধীন  হতে চাই 
মেঘ বাস্পে ভেসে যেতে চাই পাহাড়ি সভ্যতায় 
মেয়েটা দেখুক শ্মশান আর পাহাড়ি নীরবতায় কতটা হাহাকার। 

No comments:

Post a Comment

nogorayon

সর্বত্র নগরায়ন নিয়ম বিরোধী  কোথাও তো  ছায়া দরকার ,গাছ দরকার ,দরকার সবুজ  কোথাও নিজেকে রাখাবার দরকার ,বাঁচার দরকার ,দরকার আশ্রয়,  অজস্র জাতহী...