Monday, December 7, 2020

উপাসনা

 উপাসনা 

... ঋষি 


রাস্তা দিয়ে হেঁটে চলে এসেছি 

চলে এসেছি সময় সাময়িকী সমাজ আর উপসনা ,

উপসনা কখনো রাস্তা মেপে হয় না 

জানি ,তবে তুমি বলতে না ,না বলেও 

ভালোবাসি বুঝিস না। 

.

আজকাল পথ মেপে ভালোবাসা 

অথচ সারা রাত পথ মেপে অন্ধকারে বাঁচে কজন ,

কজন শত সমুদ্র ইতিহাস পেরিয়ে পাথর হয়ে বাঁচে। 

মানুষ রক্ত ভালোবাসে না 

অথচ মানুষের ভালোবাসায় চিরকাল চিৎকার জুড়ে রক্ত বমি ,

মিথ্যে বলে না সময় 

সদ্য জন্মানো শিশুও যে রক্তমাখা অভিধান। 

.

রাস্তা দিয়ে হেঁটে এসেছি 

চলে এসেছি সময়ের ওপারে যেখানে আর কেউ নেই 

যেখানে আর কেউ থাকতে পারে না তুমি ছাড়া। 

সূর্য সর্বদা উত্তর থেকে দক্ষিণে 

নিয়ম মাফিক কান্নাগুলো আজকাল সময়ে শার্টে দাগ ফেলে না ,

নিয়ম করে রাত জাগা চোখ 

সিগারেট ভ্রুন 

উল্লসিত চিৎকার অনন্ত কিছু প্রশ্ন ,

শালা ভালোবাসি তবু বুক খুলে দেখানো যায় না 

রাতের অন্তর্বাসে চাপ চাপ স্পর্শের রক্ত 

সাথে থাকি 

দূরে থাকি 

তবু থেকে যায় তোমার বুকের দাগের মতো 

অনবরত রক্তক্ষরণে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...