Wednesday, December 16, 2020

একটা অদ্ভুত গল্প

 



একটা অদ্ভুত গল্প 

... ঋষি 

.

সেখানে  অনেকগুলো টবে ফুলগাছ লাগানো ছিল 


ঋতুর ঝুলি খুলে তৃষ্ণার গ্রীষ্ম ,প্রেমের বসন্ত ,শীতের শুস্কতা 


সব ছিল ,


ছিল এক অদ্ভুত বদলানো রং নির্ভীক আদুলতা ,


তুমি জানো চলন্তিকা 


ওখানে আত্মা ছিল কিনা ?


ছিল কিনা সেই টবের গাছগুলো অন্যমনস্ক সবুজ ভালো থাকা। 


.


সেখানে  অনেকগুলো টবে ফুলগাছ রাখা ছিল 


রাখা ছিল চলন্ত পথ চলতি মানুষের একঝলকে ভালো লাগা ,


হয়তো সেই মানুষগুলো স্বপ্ন দেখতো 


টবের রঙিন ফুলগুলো চুরি করার ,


হয়তো সেই মানুষগুলো চাইতো ফুলের সুগন্ধে রাঙাতে 


অথচ তুমি জানো চলন্তিকা 


মানুষের ফুলের প্রতি লোভ চিরকাল    


ফুল ছিঁড়ে ফেলার ,ফুল চটকে জীবন থেকে ছুঁড়ে ফেলার। 


.


সত্যি বিশ্বাস করো সেখানে অনেকগুলো টবে ফুলগাছ লাগানো ছিল 


সেই টবগুলোতে ছিল কিছু বিষাক্ত ফুল 


সেখানে বসতো না প্রজাপতি ,সেখানে আসতো না কোনো রোদ 


শুধু হঠাৎ মেঘের দিনে 


সেই টবগুলো আর ফুলের গাছগুলো ভেসে যেতো বলতে না পারায়। 


সেই টবগুলোর সামনে একটা পথচলতি ভিখিরি রোজ জুলুজুলু চোখে দাঁড়াতো 


চলন্তিকা বিশ্বাস করো সেই পাগলা ভিখিরীটা জানতো 


ওই ফুলগুলো বিষাক্ত ,


তবুও তার সাধ হতো একবার প্রজাপতি হবার 


আর অবাক কান্ড সে পাগলটা প্রজাপতি হয়ে গেলো। 


সে গিয়ে জড়িয়ে ধরলো ফুলগুলোকে 


তারপর আজ এতগুলো দিন  জানো চলন্তিকা


প্রজাপতি শুধু ঢেকে রেখেছে ফুলগুলোকে ,


পথ চলতি লোক আর সেখানে টবগুলো দেখতে পায় না 


দেখতে পায় একটা বিষাক্ত ঝলসানো প্রজাপতি মৃত্যুর সাথে ধুঁকছে 


আর টবের ফুলগুলো খসে পড়ছে। 


No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...