Monday, December 21, 2020

মধ্য রাত

 


মধ্য রাত 

... ঋষি 


কাকপক্ষ্মী টের পেলো না 

টের পেলো না নাভির ভিতর বাজতে থাকা রিংটোন 

                                   বদলে গেলো সব

এই শহরের কথাগুলো আজকের মতো যথেষ্ট নয় । 

.

ম্যাডোনা শুয়ে ছিল 

বুক বদলে বালিশে তোমার মধ্য দিগন্তের চাঁদ 

চোখের অন্ধকার কাজলে সমাজ শুয়ে সিঁদুরে ,

বদলানো আকাশ তুমি অহেতুক রাতজাগা। 

সমাজ আর সাময়িকী 

                        রাগ না বিশ্বাস করো 

পবিত্রতা বদলাচ্ছে। 

.

কাকপক্ষ্মী টের পেলো না 

কবিতার পাতা ভিজে গেলো হঠাৎ বাসস্ট্যান্ডের বৃষ্টিতে 

                      তুমি নিশ্চুপ ঝর্ণা 

আমি ভিজি মধ্যরাতে। 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...