Monday, December 21, 2020

মধ্য রাত

 


মধ্য রাত 

... ঋষি 


কাকপক্ষ্মী টের পেলো না 

টের পেলো না নাভির ভিতর বাজতে থাকা রিংটোন 

                                   বদলে গেলো সব

এই শহরের কথাগুলো আজকের মতো যথেষ্ট নয় । 

.

ম্যাডোনা শুয়ে ছিল 

বুক বদলে বালিশে তোমার মধ্য দিগন্তের চাঁদ 

চোখের অন্ধকার কাজলে সমাজ শুয়ে সিঁদুরে ,

বদলানো আকাশ তুমি অহেতুক রাতজাগা। 

সমাজ আর সাময়িকী 

                        রাগ না বিশ্বাস করো 

পবিত্রতা বদলাচ্ছে। 

.

কাকপক্ষ্মী টের পেলো না 

কবিতার পাতা ভিজে গেলো হঠাৎ বাসস্ট্যান্ডের বৃষ্টিতে 

                      তুমি নিশ্চুপ ঝর্ণা 

আমি ভিজি মধ্যরাতে। 


No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...