Thursday, January 27, 2022

ঘর পালানো শব্দরা



 ঘর পালানো শব্দরা 

... ঋষি 


ঘর থেকে পালাই রোজ নিজের মতো 

কিন্তু নিয়ম করে ঘরে ফিরি কজনে ?

বয়স আর সময়ের মাঝে তফাৎ আছে 

অনবদ্য স্তব্ধতায় জীবন লিখি কজনে ?

.

লজ্জা আর ব্রণের মতো কি সাংকেতিক 

জাদুকরের প্রলেপ নামে সময় ধরে ,

বিশুদ্ধ এই স্নানের ঘরে অসংখ্য জল 

ভাবনারা যে অসংখ্য তা বোঝে কজনে ?

.

অবুঝ মেয়ের রাতের ঘরে মনখারাপি 

স্বপ্ন পুরুষ মোমের দেশে আগুন জ্বালায় 

সবাই যদি আগুন ধরে দেশকে খোঁজে 

টোপর পরে সমাজ কেন সাজনা তলায়। 

.

সবার জন্য শিল্প,কর্ম  নিত্য দিনে 

গাঁ ফুরোতে চোখের জলে অশ্রু কেন ?

খেলনা বাটি বিক্রি যে হয় রাত ফুরোলে 

সংসারেতে সাজানো সব মিথ্যে কেন ?

.

নতুন সময় রং লাগাতে ফুলের কলি 

দেশ শুধু এক হিপোক্রেসি শব্দ যে আজ 

শিল্প যে আজ  বিক্রি যে হয় নেশার দরে 

ও মেয়ে তোর ভাবের ঘরে গল্প যে আজ। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...