Sunday, October 16, 2022

চাবি

 


চাবি 

.. ঋষি 


মানুষ যখন একটা বাস্তব যুদ্ধক্ষেত্রে একলা দাঁড়ায় 


তখন পাশের সম্পর্কগুলো একে একে সরতে থাকে অনেক দূরে  ,


কারোর ঘরে আগুন লাগলে সকলেই  ছুটে আসে 


কারোর ঘরে ঝগড়া লাগলে ঝগড়া মেটাতে অনেকে আসে ,


আসলে হারানো চাবির খোঁজ থাকে সকলের 


কিন্তু তালা ভাঙলে কাউকে খুঁজে পাওয়া যায় না দূর দূর । 


.


অপেক্ষার সুদীর্ঘ পথে একলা হাঁটাটা বোকামি তবুও হাঁটা  


দূরত্বের জলে পা ডুবিয়ে তবুও তো একলা থাকা  


কার জন্য বৃষ্টিতে ভিজে মাঝ রাস্তায় অপেক্ষা ?


কার জন্য রাতের পর রাত ভাত বেড়ে বসে থাকা ?


কার জন্য শেষ ট্রেন জেনেও প্ল্যাটফর্মে একলা দাঁড়ানো 


কার জন্য বিছানার ওপাশে চোখের জল?


.


সব উত্তরগুলো জানা 


আজ যার জন্য এত কিছু, কাল সে কে ছিলো


পরশুদিন সেকি আদৌ দাঁড়িয়ে থাকবে ?


আসলে যুক্তি আর আবেগের মাঝে বিস্তর তফাৎ 


বিস্তর টানাপোড়েন ভালোবাসা আর মুক্তির মাঝে। 


অনেকটা সময় কাটানোর পর উল্টোদিকের মানুষটা আঙ্গুল তোলে 


আঙুলের নিশানায় তুমি ,কিংবা আমি


সকলেই তখন চুপ করে অবাক হয়ে দাঁড়ায় কিছুক্ষন ,


তারপর সম্পর্কের তালা খুলেই ফেলে সকলেই  


চাবিটা ছুঁড়ে ফেলে দেয় জীবনের বাইরে। 


কিন্তু সত্যি হলো হারানো চাবিটা সকলেই খোঁজে মনে মনে 


আর একলা তালা সে শুধু সামাজিক।  


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...