Thursday, October 6, 2022

প্রাক্তন

 


প্রাক্তন 

.. ঋষি 

.


সবকিছু কোনোদিন থামে নি তাই 

প্রেমিকের শার্টের কলারে জমে থাকে নীরবতা 

সবকিছু কোনোদিন ভাঙতে পারে না 

এই বাউলের জীবনে জমে থাকে তাই শান্তি 

আমি চুপ থাকার পথিকৃত 

পথ ভালো ,ভালো পথে দেখা হয়ে যাওয়া মানুষ। 

.

পিছনে ফিরে দেখলে 

পায়ের তলায় ফুটে যায়  অসংখ্য কাটা 

শব্দদের পাশবালিশ করে একের পর জমতে থাকা না বলা ,

ঘুমের ফাঁকে কপালে লেগে থাকা জন্মদাগ 

ঘুম আসে না 

শুধু অনন্ত বুকের ভিতর একটা শহর ঘুমোতো চায়। 

.

রাস্তার ধারে পরে থাকা সম্পর্ক শব 

মৃত অহংকারের মতো কিছু বাহ্যিক প্রতিবেদন ,

কলমের কালিতে আজকাল চল্লিশের দাগ লাগে 

মানুষ জানে ,মানুষ  বোঝে 

প্রতিটা নাটকের ইন্টারভেলে একটা নিশ্বাস জরুরী। 

বর্তমান থেকে ভবিষ্যৎ 

একটা আড়ালে থাকা প্রশ্রয় স্নেহের দেওয়াল ধরে 

মানুষ দুঃখের দেওয়াল ভাঙে ,

হারানো সময়ের পরে আকাশের ভাঙা মেঘে বৃষ্টি নামে 

আমি তোমার নাম ধরে ডাকি 

শব্দরা পাশবালিশ ফেটে ছড়িয়ে পরে কান্নায় 

আসলে শব্দদের কারন দরকার বটে 

কিন্তু অকারণে শব্দরা সব প্রাক্তন। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...