Saturday, October 22, 2022

মনখারাপ

 মনখারাপ 

.. ঋষি 


মাঝে মাঝে মন খারাপ হয় 

শীতের প্রথম আমেজে যখন এক চাদরের তলায় আমি ,তুমি 

গ্রীষ্মের প্রকট তাপে কিংবা তুমুল বৃষ্টিতে যখন আমি ,তুমি এক ছাতায় 

বারান্দায় এক কাপ চায়ে  যখন আমি, তুমি এক ঠোঁটে  

কিংবা ধরো আকাশের বাইরে সিঁড়ি বেয়ে যখন আমাদের প্রাক্তনী সুর 

তখন মন খারাপ হয়। 

.

মনখারাপী মেঘের গায়ে তখন অতীতের ফোটোফ্রেমগুলো মুখ ভেংচায় 

মুখ ভেংচায় জীবন একলা রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে 

আসলে মানুষ যখন থাকে সেই মানুষটার কাছে ,খুব কাছে থাকে 

তখন সেটা শুধুই প্রয়োজন ,

কিন্তু প্রয়োজনের বাইরে মানুষের বাঁচাগুলো সুক্ষ তারে 

আমি বুঝি এই সংসারে দরকার হয় সেই মানুষটাকে 

যার জন্য বাঁচা। 

.

কেমন জানি চেপে ধরা দীর্ঘশ্বাস মনখারাপ  

প্রবাসি সেই পাখিগুলোর মত সময় সময় আমাদের দেশে,

হাজারো ছেঁড়া সময়ের সুর মনখারাপ মানুষের আয়নায়  

স্টেশনের রেলব্রিজের তলায় সেই মানুষগুলোর মতো অসহায়। 

তাই ভালোবেসে তাকিয়ে না 

তাই একলা দিনে ঝড়ের মতো এসো না 

এসো না তুমুল মনখারাপ কবিতার শব্দের মতো 

কষ্ট হয় ,

কষ্ট হয় বুকের গভীরে মৃত স্বপ্নের সাথে বাস করতে 

আসলে জীবনটা তো সিনেমার মতো নয় 

সবাইতো আর মুকাদ্দার কা  সিকান্দার নয় 

কেউ কেউ খুব সাধারণ মানুষও তো হয়। 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...